Viral Video: সার্কাসের নাম দিল্লি মেট্রো, এবার ভরা ট্রেনে এক পুরুষের কোলে চাপলেন মহিলা!
Delhi Metro Viral Video: ফের ভরা ট্রেনে দৃষ্টিকটু কাণ্ড ঘটালেন এক মহিলা। ভিডিয়োতে দেখা গিয়েছে, এবারে সিট না পেয়ে এক পুরুষের কোলে আচমকাই বসে পড়লেন মহিলা। ঝড়ের গতিতে ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিয়ো দেখা মাত্রই নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়ে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেটদুনিয়ায় কত কিছু-ই না দেখা যায়! রিলস, ভিডিয়ো ভাইরাল হয়ে যায় মুহূর্তে। আর সেই রিলস বানানো নিয়ে একাধিকবার শিরোনামে এসেছে দিল্লি মেট্রো। কঠোর সতর্কতা সত্ত্বেও ফের রিলস কাণ্ড।
ফের ভরা ট্রেনে দৃষ্টিকটু কাণ্ড ঘটালেন এক মহিলা। ভিডিয়োতে দেখা গিয়েছে, এবারে সিট না পেয়ে এক পুরুষের কোলে আচমকাই বসে পড়লেন মহিলা। ঝড়ের গতিতে ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিয়ো দেখা মাত্রই নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়ে।
ইতোমধ্যেই ভিডিয়োটি বিতর্কের সৃষ্টি করেছে। সেখানে এক কালো পোশাক পরা মহিলা দেখা গিয়েছে। যিনি সিট না পেয়ে সহযাত্রীদের সঙ্গে তর্ক করছেন। শেষমেষ যখন তিনি দেখলেন যে কেউ তাঁকে সিট অফার করলেন না, তখন তিনি এক যুবককে তাঁর সিট থেকে উঠে যেতে বলেন।
আরও পড়ুন:Gold Price: হঠাত্ কমল সোনার দাম, জেনে নিন কলকাতার দর
সেই যুবক উঠতে অস্বীকার করেন। তারপরেই ওই মহিলা জোর করে তাঁর কোলের উপর উঠে বসে পড়ে। বলেন, 'আমিও নির্লজ্জ হয়ে যাব।' এই ঘটনা দেখে যুবকের পাশে বসে থাকা অন্য এক সহযাত্রী সেখান থেকে উঠে যায়। সেটি দেখে তিনি আরও বলেন, 'আমার কিছু যায় আসে না।' তিনি আরও দাবি করেছেন যে তিনি সর্বদা নিয়ম মেনে চলেন, প্রশ্ন করেন, আমি কেন নিয়ম ভাঙব?'
সোশ্যাল মিডিয়ায় মহিলার এই আচরণ দেখে তীব্র প্রতিবাদ জানিয়েছে নেটিজেনরা। বেশ কিছু লোক ডিএমআরসি এবং দিল্লি পুলিসকে বিষয়টি খতিয়ে দেখতে এবং মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। একজন ইউজার লিখেছেন, 'এটি ভারতে লিঙ্গ-নিরপেক্ষ আইন এবং পুলিশের লিঙ্গ-নিরপেক্ষ পদ্ধতির প্রয়োজনীয়তা দেখায়।'
আরও পড়ুন:UP Incident: ভয়ংকর যোগীরাজ্য! মেয়ের বিয়েতে ডিজেকে নিয়ে ঝগড়া, নিমন্ত্রিতদের হাতেই...
হোলির দিন প্রথম ভাইরাল হয় দিল্লি মেট্রোর মধ্যে ২ যুবতীর ভিডিয়ো। দেখা যায়, ভিড় মেট্রোর মধ্যেই রং-আবির নিয়ে 'আপত্তিকরভাবে' হোলি খেলায় মত্ত ২ যুবতী। ২ যুবতীর একে অন্যকে রং মাখানোর অছিলায় আপত্তিকর ও অশ্লীলভাবে স্পর্শ করছে। এরপরই সামনে আসে ওই যুবতীর আরেকটি হোলি ভিডিয়ো। যে ভিডিয়োতে দেখা যায়, একটি স্কুটারে তিনজন চড়েছেন। যার মধ্যে দুজন ওই যুবতী এবং একজন যুবক। চলন্ত স্কুটারের উপরই একে অন্যকে রং মাখানোর অছিলায় আপত্তিকর ও অশ্লীলভাবে দেখা যায় তাদের। বলিউডের জনপ্রিয় গান 'মোহে রঙ লাগা দে রে'-র সঙ্গে প্রথমে তারা একে অপরকে রঙ লাগায়। তার পর মুহূর্তেই আপত্তিকর ও অশ্লীলভাবে ভিডিয়ো করতে থাকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)