মাঝআকাশে বিমান, সিটের মাঝে ক্রু সদস্যদের সাহায্যে সন্তানলাভ মায়ের
জানা গিয়েছে, মা ও সন্তান দু-জনই সুস্থ আছেন।
নিজস্ব প্রতিবেদন: বেঙ্গালুরু থেকে জয়পুর যাচ্ছিল Indigo airlines-র বিমান। বুধবার সকালে সেই বিমানেই সন্তানের জন্ম দিলেন মা। সাহায্যের হাত বাড়িয়েছিলেন crew সদস্য ও ডাক্তার সুবাহনা নাজির। যিনি ওই বিমানেই যাত্রা করছিলেন। বিমান বন্দরে অবতরণের পর ডাক্তার ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, মা ও সন্তান দু-জনই সুস্থ আছেন।
জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে ভোর ৫.৪৫ মিনিটে টেক অফ করে ওই বিমানটি। বিমানে ওঠার পরই প্রসব যন্ত্রণা শুরু হয় সেই মহিলার। জয়পুর বিমানবন্দরের মাটি ছোঁয়ার আগেই জন্ম হয় সন্তানের। ললিতা নামের ওই মহিলা মাঝআকাশে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে জানা যাচ্ছে। এমন ঘটনা আগেও বহুবার দেখা গিয়েছে। কিছুক্ষেত্রে আজীবন বিনা খরচায় বিমানযাত্রা করার সুযোগও উপহার হিসেবে দিয়েছে সংশ্লিষ্ট বিমান সংস্থা। তবে এক্ষেত্রে সেরকম কিছু জানা যায়নি।