নিজস্ব প্রতিবেদন:  প্রথম বিয়ে ভেঙে গিয়েছে। নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন তিনি। বাবা-মায়ের মত না থাকায় প্রেমিককে বিয়ে করতে ঘর ছেড়েছিলেন। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু সমস্যা বাধল, যখন প্রেমিক জানাল, বিয়ে করতে তিনি-ও রাজি, শুধু প্রয়োজন ১ লক্ষ ৮০ হাজার টাকা। সেই টাকা জোগাড় করতে নিজের কিডনি বিক্রি করতেও পিছপা হলেন না তরুণী। হাসপাতালে গিয়ে উপস্থিত হন। কিন্তু পুরো বিষয়টিই ধরা পড়ে যায় চিকিত্সকদের কাছে।  বিহারের এই তরুণীর 'প্রেমকথা'য়  হতচকিত চিকিত্সক থেকে পুলিসও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: দীপাবলিতে জেলে মাকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন হানিপ্রীত


সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,  বিহারের বাসিন্দা ওই তরুণীর খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায়। কিন্তু সেই বিয়ে টেকেনি। বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর বাবা-মায়ের কাছেই ফিরে আসেন তিনি। প্রতিবেশী এক যুবকের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হয় তাঁর। কিন্তু সেই সম্পর্ক তরুণীর পরিবারের তরফে মেনে নেওয়া হয়নি। বাবা-মাকে ছেড়ে চলে যান উত্তরপ্রদেশের মুরাদাবাদে। তরুণীর প্রেমিক সেখানেই কাজ করেন। তরুণীর বয়ান অনুযায়ী, ওই যুবক তাঁকে জানিয়েছিলেন, তিনিও বিয়ে করতে চান, কিন্তু তাঁর টাকার প্রয়োজন। এরপরই নিজের কিডনি বেচে টাকা জোগাড় করার সিদ্ধান্ত নেন তরুণী। দিল্লির একটি হাসপাতালে যান। কিন্তু তরুণীর কথায় অসঙ্গতি দেখে সন্দেহ হয় চিকিত্সকদের। পরে চাপে পড়ে সব কথা জানিয়ে দেন তরুণী। চিকিত্সকরাই পুলিসকে খবর দেন। তরুণীকে বিষয়টি বুঝিয়ে বলা হয়। প্রেমিকের বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেয় পুলিস। যদিও তরুণী তা মানেনি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিস। 


আরও পড়ুন: বিনা অনুমতিতে পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকে পড়ার 'শাস্তি', থুতু চাটতে বাধ্য হলেন প্রৌঢ়