নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে একের পর ধর্ষণের ঘটনায় প্রতিবাদ আছড়ে পড়ছে। এর মাঝেই দিল্লি লাগোয়া গ্রেটার নয়ডায় তরুণীকে গাড়িতে তুলে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় ৬ অভিযুক্তকে আটক করেছে পুলিস। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নয়ডার সেক্টর ৩৭-এ একটি বিপিওতে কাজ করেন নির্যাতিতা। সন্ধেয় সুরজপুরের সেক্টর ১২৬ থেকে ক্যাব ধরেছিলেন তরুণী ও তাঁর বন্ধু প্রবীণ। কিছুক্ষণ পর সাড়ে ৮টা নাগাদ দয়ন্তপুর গ্রামের কাছে গাড়ি থামিয়ে দেন চালক। অভিযোগ, গাড়িতে তাঁকে জোর করে মদ্যপান করান প্রবীণ। কাছের জঙ্গলে টেনে নিয়ে গণধর্ষণ করা হয় তরুণীকে। মধ্যরাতে কোনওক্রমে ১০০ ডায়াল করেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে পুলিস। 



পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে ৬ জনকে আটক করা হয়েছে। দিন কয়েক আগেই পকসো আইনে বদল করেছে মোদী সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে অর্ডিন্যান্সে। ১২ বছরের নীচে নাবালিকাকে ধর্ষণে মৃত্যুদণ্ডের সাজার ব্যবস্থা করা হয়েছে।  


আরও পড়ুন- নাবালিকা ধর্ষণে কড়া শাস্তি, দ্রুত বিচারের ব্যবস্থা করল মোদী সরকার