ওয়েব ডেস্ক: ইসলাম ধর্মে মেয়েরাও তিন তালাক দিতে পারে, সুপ্রিম কোর্টকে এমনটাই জানাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। শীর্ষ আদালত জানতে চায়, ইসলাম ধর্মে বিবাহিত মহিলাদের তালাক দেওয়া হলে তাঁদের 'না' বলার অধিকার রয়েছে কিনা? এর উত্তরেই ল বোর্ডের তরফে এই তথ্য়টি দেওয়া হয এবং এর পাশাপাশি আরও জানানো হয় যে, মহিলারা সম্মানজনক অঙ্কের 'মেহর'ও (অ্যালিমনি) দাবি করতে পারেন।


প্রসঙ্গত উল্লেখ্য, তালাক ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয় এবং এই ব্যবস্থা সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারের পরিপন্থী বলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে ভারত সরকার। সেই মামলায় টানা 6দিন শুনানির পর আজই ভারতের সুপ্রিম কোর্ট রায ঘোষণা না করে মামলাটি মুলতুবি রেখেছে। সম্ভবত, জুলাইতে ঘোষিত হতে পারে এই রায়। (আরও পড়ুন- মুসলিম প্রধান দেশগুলিতেই তালাবন্ধ তালাক প্রথা)