নিজস্ব প্রতিবেদন: মধ্যপ্রদেশের ধর জেলায় পুলিস নিয়োগ পরীক্ষায় অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ছাতিতে এসসি, এসটি লেখা নিয়ে বিতর্কের মধ্যেই নয়া বিতর্ক। পুলিস নিয়োগে পুরুষ কর্মপ্রার্থীদের সঙ্গে নেওয়া হল মহিলাদের শারীরিক পরীক্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিন্দ হাসপাতালে অন্তর্বাস পরা পুরুষ প্রার্থীদের সঙ্গেই দাঁড়িয়েছিলেন মহিলা পরীক্ষার্থীরা। একইসঙ্গে পুরুষ ও মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এমনকি কোনও মহিলা চিকিত্সকও ছিলেন না। পুরুষ ও মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন পুরুষ চিকিত্সক। 
.
প্রায় ২১৭ জন পুরুষ ও মহিলা পরীক্ষার্থীর আবশ্যক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বুধবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ১৮ জন মহিলা ও ২১ জন পুরুষ প্রার্থীর। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।   


আরও পড়ুন- গাজিপুর মাদ্রাসায় নাবালিকা ধর্ষণকাণ্ডে প্রাপ্তবয়স্ক হিসেবে অভিযুক্তের বিচার, জানাল জুভেনাইল জাস্টিস বোর্ড