ওয়েব ডেস্ক: ১০টি আইনি অধিকার, যা জানা থাকলে একজন নারী, তাঁর প্রতি হওয়া যেকোনও অবিচার থেকে রক্ষা পাবেন, আইনি বিচার পাবেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেও এই আইনগুলোই হবে নারীর অস্ত্র। আইনের বিরুদ্ধে গিয়ে কোনও কাজ করাই অপরাধ। আবার সংবিধানিক আইন নাগরিকের অধিকারকেও সুরক্ষিত করে। তাই নাগরিকের অধিকার সম্পর্কে নাগরিকের সবসময় সচেতন থাকা উচিত। মহিলা ও পুরুষ, উভয় ক্ষেত্রেই অধিকার সম্পর্কে সচেতনতা থাকা কাম্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইনগত সহায়তা
আইনজীবী ছাড়াও যেকোনও থানায় আইনগত সহায়তা পাওয়ার অধিকার নারীর আছে। 


গোপনীয়তার অধিকার 
নারীর সঙ্গে ঘটে যাওয়া যেকোনোও অপরাধের অভিযোগ জানাতে গিয়ে তিনি থানায় তা গোপন জবানবন্দিতে জানাতে পারেন। কোনও ধর্ষিতা নিজের পরিচয় গণমাধ্যমের কাছে গোপন রাখতে পারেন।  


ইমেলে অভিযোগ দায়ের
ডেপুটি কমিশনার এবং কমিশনার অব পুলিসের কাছে ইমেল করে অভিযোগ জানাতে পারেন। 


সূর্যাস্তের পর গ্রেফতার নয়
ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কোনও মহিলাকে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে কোনও ভাবেই গ্রেফতার করা যায় না। 


মেডিক্যাল রিপোর্ট
একজন ধর্ষিতা মহিলা ডাক্তারি রিপোর্ট পাওয়ার অধিকার ও তা নিজের সঙ্গে রাখার অধিকার পান।