নিজস্ব প্রতিবেদন: অযোধ্যায় রাম মন্দিরের বিতর্কিত জমির অধিকার ছাড়তে নারাজ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ও অল ইন্ডিয়া বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। ওই জমির দাবি যে ছাড়া হবে না, সেকথা আজ স্পষ্ট করে দেওযা হযেছে তাদের পক্ষ থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন শ্রী শ্রী রবিশঙ্কর। দুজনের মধ্যে প্রায় চল্লিশ মিনিট কথা হয়। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্পাদক জাফরায়েব জিলানির কথায়, "শ্রী শ্রী রবিশঙ্করের কাছ থেকে কোনও প্রস্তাব পাইনি আমরা। তাছাড়া, অযোধ্যায় বাবরি মসজিদের জমির আইনি অধিকারও আমরা ছাড়ব না। এর আগেও আলোচনা হয়েছে। তবে অন্যপক্ষগুলি অনড় অবস্থান নেওয়ায় সমাধানসূত্র মেলেনি। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের রায় অনুযায়ী, ২.৭৭ একর জমির অধিকার আমরা ছাড়ছি না।"  


উল্লেখ্য, বৃহস্পতিবার অযোধ্যায় উভয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন শ্রী শ্রী রবিশঙ্কর। মুসলিম পার্সোনাল ল বোর্ডের অনড় অবস্থানের প্রেক্ষিতে রবিশঙ্করের প্রতিক্রিয়া, ''আমি কাউকে কোনও প্রস্তাব পাঠাইনি।''  


আরও পড়ুন, গুজরাটে জি নিউজের সাংবাদিকদের উপরে হামলা কংগ্রেসের