G20 Summit 2023: সোনা-রুপোর থালায় খেতে দেওয়া হবে জি২০-র বিদেশি অতিথিদের?
G20 Summit 2023 Delhi Updates: প্রগতি ময়দানের `স্টেট-অফ-দ্য-আর্ট ভারত মণ্ডপম কনভেকশন সেন্টারে` আয়োজন করা হয়েছে আসন্ন জি২০ বৈঠকের। বৈঠক চলবে তিনদিন, এর মধ্যে দুদিন ৯ ও ১০ সেপ্টেম্বর বৈঠক হবে ভারত মণ্ডপমে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক শুরুর দুদিন আগে আসছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জি২০ নিয়ে স্বাভাবিক ভাবেই ব্যস্ত ভারত, ব্যস্ত দিল্লি। শহর যেমন সেজে উঠছে মহাতারকা-সুলভ সব রাষ্ট্রনেতাদের স্বাগত জানাবার জন্য, সেজে উঠতে চলেছে তাঁদের খাদ্য পরিবেশন করার জন্য ডাইনিং টেবিলও। সেখানে নাকি রাখা হচ্ছে সোনা-রুপোর আস্তরণ-করা ডাইনিং সেট, যাকে হালের ভাষায় বলা হচ্ছে 'টেবলওয়্যার'।
আরও পড়ুন: সামনেই জি২০ বৈঠক! দেখুন, কেমন সেজে উঠেছে দিল্লি মহানগরী...
প্রগতি ময়দানের 'স্টেট-অফ-দ্য-আর্ট ভারত মণ্ডপম কনভেকশন সেন্টারে' আয়োজন করা হয়েছে আসন্ন জি২০ বৈঠকের। বৈঠক চলবে তিনদিন, এর মধ্যে দুদিন ৯ ও ১০ সেপ্টেম্বর বৈঠক হবে ভারত মণ্ডপমে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক শুরুর দুদিন আগে আসছেন। বিশ্বের অধিকাংশ হেভিওয়েট নেতাই আগামীকাল শুক্রবার, ৮ সেপ্টেম্বর থেকে দিল্লিতে আসতে শুরু করবেন।
তিনদিনের এই বৈঠকে অর্থনীতি, পরিবেশ, পরিকাঠামো, উন্নয়ন ইত্যাদি নিয়ে জি২০-ভুক্ত দেশগুলি পরস্পরের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে। এই তিনদিন দিল্লিতে যাতে পথঘাট যানজটমুক্ত থাকে, সেজন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছে সমস্ত স্কুল-কলেজ-অফিস।
আরও পড়ুন: G20 Summit: জি২০-র আবহেই নেপালকে জড়িয়ে ভারতকে আক্রমণ চিনের...
মোট ৪৩ জন সদস্য রয়েছেন জি২০ গোষ্ঠীতে। দেশ রয়েছে ১৯টি। বৈঠকে যেমন থাকছেন জো বাইডেন, ঋষি সুনাক, জাস্টিন ট্রুডো-র মতো হেভিওয়েট তথা তারকাসুলভ রাষ্ট্রনেতা, তেমনই থাকতে পারছেন না জি জিনপিং বা ভ্লাদিমির পুতিনের মতো বড় মাপের রাষ্ট্রপ্রধানও।