দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা ফাটল এখন! মৃত এক
বিস্ফোরণে মৃত ব্যক্তির বাড়িরও ক্ষতি হয়েছে।
নিজস্ব প্রতিবেদন- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোম ফাটল এখন। প্রাণ হারালেন একজন। শুনতে আজব মনে হলেও সত্যি ঘটনা। ৭৫ বছর আগেকার বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন এক ব্যক্তি। আহত হলেন চারজন। ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডের ডিমাপুরে। সেখানে এক ব্যক্তি পরিত্যক্ত ধাতুর টুকরো, লোহার ছাঁট সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন। এদিনও তিনি ধাতুর টুকরো সংগ্রহ করছিলেন। বার্মা ক্যাম্প অঞ্চলে একটি ধাতব বস্তু দেখতে পেয়ে সেটিকে হাতুড়ি দিয়ে আঘাত করে ভাঙার চেষ্টা করেন তিনি। আর সেই সময় জোড়ালো বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই প্রাণ হারান সেই ব্যক্তি।
আরও পড়ুন- 'মাথা নীচে পা উপরে' কালেক্টরের বিরুদ্ধে জামা খুলে প্রতিবাদ কংগ্রেস বিধায়কের
পুলিস জানিয়েছে, বার্মা ক্যাম্প অঞ্চলে ইউএনবি কলোনির বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি। বিস্ফোরণে মৃত ব্যক্তির বাড়িরও ক্ষতি হয়েছে। চারজন আহতের মধ্যে একজন মহিলা রয়েছেন বলে জানিয়েছে পুলিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ওই বোমাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর-পূর্ব ভারতে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। সেই সময়ই বোমাটি ওখানে পড়েছিল বলে আন্দাজ করছে অনেকে। তবে কেউ কেউ অন্য আরেক সম্ভাবনার কথাও বলছেন। একটা সময় নাগল্যান্ডে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী সক্রিয় ছিল। জঙ্গি হামলার একাধিক ঘটনাও ঘটেছে নাগাল্যান্ডে। জঙ্গিরাই সেই বোমা ওখানে লুকিয়ে রেখেছিল কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। তবে প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, ওই জায়গায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। কিন্তু এত বছর পর সেই বোমা বিস্ফোরণ ঘটাতে পারে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। ডিমাপুর পুলিসের ডেপুটি কমিশনার নঈম মুস্তাফা জানিয়েছেন, এই বিষয়ে তাঁরা তদন্ত শুরু করেছেন। তদন্তের শেষেই নিশ্চিতভাবে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।