ওয়েব ডেস্ক: ১৫ ডিসেম্বর ভারতের অর্থনীতিতে ঐতিহাসিক দিন হয়ে রইল। গত পাঁচ বছর ধরে ইউপিএ সরকার হাজার চেষ্টা করেও যা সম্ভব হয়ে ওঠেনি, নতুন সরকারের হাত ধরে সাত মাসের মধ্যেই পাইকারি বাজারের মুদ্রাস্ফীতি আকাশ-পাতাল এক হয়ে গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নভেম্বর, ২০১৪- এ পাইকারি মুদ্রাস্ফীতি শূন্য শতাংশ। গত মাসে ১.৭৭ শতাংশ থেকে একেবারে নেমে আসে শূন্যে। মোদি সরকারের উত্থানের সময় পাইকারি মুদ্রাস্ফীতি ছিল ৬.১৮ শতাংশ। তারপর থেকেই নামতে থাকে পাইকারি মুদ্রাস্ফীতি।


বিশেষজ্ঞরা মনে করছেন, বিশেষ কয়েকটি কারণে পাইকারি মুদ্রাস্ফীতি কমেছে। বিশ্ববাজারে তেলের দাম অনবরত কমছে, সেই সঙ্গে ধীর গতিতে কমছে উত্পাদনের হার। এছাড়াও রিজার্ভ ব্যাঙ্কের 'একগুঁয়ে' জেদে সুদের হার অপরিবর্তিত রেখে দেওয়ার কারণে এই প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।