সুপ্রিম কোর্টের নজরে সাংসদ, বিধায়কদের সম্পত্তি, কেন্দ্রের রিপোর্ট তলব
ওয়েব ডেস্ক: মন্দার বাজারে সংসার চালাতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। সেখানে বছর বছর সম্পত্তির পরিমাণ বেড়ে চলেছে রাজনীতিবিদদের। কোন জাদুতে তা সম্ভব? জানতে চাইল সুপ্রিম কোর্ট। বিধায়ক ও সাংসদ থাকাকালীন রাজনীতিবিদদের সম্পত্তির বৃদ্ধি নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট চেয়ে পাঠােলেন বিচারপতিরা।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগ উঠেছে ২৮৯ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে। তাঁদের মধ্যে অনেকেই পরিচিত মুখ। এই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি জে চেলামেশ্বর ও এস আবদুল নাজিরের বেঞ্চ জানায়, বৈধ ভাবেই কি রাজনীতিবিদদের সম্পত্তির পরিমাণ বেড়েছে, তা তদন্ত করে বের করতে হবে।
কেন্দ্রের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেছে বেঞ্চ। বিচারপতিরা জানান, এব্যাপারে তথ্য দিতে গড়িমসি করছে সরকার। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্টের এহেন পর্যবেক্ষণ। ওই রিপোর্টে বলা হয়েছে,২০১৫-১৬ অর্থবর্ষে বিজেপি ও কংগ্রেসের মিলিত আয়ের ৭০ শতাংশ কোথা থেকে এসেছে, তার কোনও হিসাব নেই।
আরও পড়ুন, কীভাবে বন্ধ হবে গোরক্ষকদের তাণ্ডব, রূপরেখা তৈরি করে দিল সুপ্রিম কোর্ট