ওয়েব ডেস্ক: নজিরবিহীন ঘটনা হায়দরাবাদে সিপিএমের ২২তম পার্টি কংগ্রেসে। এই প্রথম পার্টি কংগ্রেসে খসড়া রাজনৈতিক প্রস্তাব পেশ করতে পারলেন না দলের সাধারণ সম্পাদক। বদলে খসড়া রাজনৈতিক প্রস্তাব পেশ করেন প্রকাশ কারাত। বেনজির এই দ্বন্দের খবর প্রকাশ্যে আসতেই সিপিএমে ভাঙনের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিবাদের মূলে সিপিএম - কংগ্রেস জোট প্রস্তাব। সীতারাম ইয়েচুরিসহ পশ্চিমবঙ্গের সিপিএম নেতৃত্ব বিজেপিকে রুখতে কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে। তাদের দাবি, সাম্প্রদায়িক শক্তিকে রুখতে দেশজুড়ে অসাম্প্রদায়িক শক্তিকে একজোট হতে হবে।  গত জানুয়ারিতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সেই প্রস্তাব খারিজ হয়ে যায়। এর পরই দুই শিবিরের ফাটল আরও চওড়া হয়। 


কর্ণাটক বিধানসভা ভোটের আগে ভুয়ো খবর নিয়ন্ত্রণে ফেসবুক 


বুধবারের ঘটনার পর সিপিএমের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, পার্টি কংগ্রেসে সংখ্যালঘু অংশের মত জানিয়েছেন সীতারাম ইয়েচুরি। বৃহস্পতিবার দুই প্রস্তাবের ওপরেই আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, তাঁর পেশ করা প্রস্তাব প্রত্যাখ্যাত হলে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিতে পারেন সীতারাম।