EXCLUSIVE: Yes Bank-র কারসাজি ফাঁস, ED তদন্তের পর ছুটিতে শীর্ষ অফিসার
ইডি-র তদন্তের পর হোলসেল ব্যাঙ্কিং হেড আশিস অগ্রবালকে ছুটিতে পাঠানো হয়েছে। ইডির চার্জশিটে নাম রয়েছে তাঁর।
নিজস্ব প্রতিবেদন: নিজেদের কৃতকর্মের জন্য বেকায়দায় পড়ছেন ইয়েস ব্যাঙ্কের কর্তারা। এনফোর্সমেন্ট ডিরেক্টরের আতসকাঁচের তলায় আসা এক আধিকারিককে ছুটি দিতে বাধ্য হল কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছে, কোর ম্যানেজমেন্টে থাকা বাকি আধিকারিকদের কবে ছুটিতে পাঠাবে ব্যাঙ্ক? প্রসঙ্গত, ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে বাকি ব্যাঙ্কগুলির পুঁজি ঢেলেছে রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু এখনও বহাল তবিয়তে কাজ করেছেন ব্যাঙ্ককে ডোবানোর পাণ্ডারা। এনিয়ে এক্সক্লুসিভ রিপোর্ট করলেন জি বিজনেসের তরুণ শর্মা।
এক আধিকারিক ছুটিতে বাকিরা কবে?
ইডি-র তদন্তের পর হোলসেল ব্যাঙ্কিং হেড আশিস অগ্রবালকে ছুটিতে পাঠানো হয়েছে। ইডির চার্জশিটে নাম রয়েছে তাঁর। চিফ ক্রেডিট রিস্ক অফিসার হিসেবে একাধিক ঋণে অনুমোদন দিয়েছেন অগ্রবাল। তাঁর অনুমোদিত ৩১ হাজার ৮৮৫ কোটি টাকার ঋণের মধ্যে ৭১টি অনুৎপাদিত সম্পদে পরিণত হয়েছে। ইডি তদন্তে জানা গিয়েছে, নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করেননি অগ্রবাল। পাশাপাশি হাওয়ালা লেনদেনেও সাহায্য করেছেন। অতিসম্প্রতি আশিসকে জেরা করেছে ইডি ও সিবিআই তদন্তকারীরা।
স্বাভাবিকভাবে ইয়েস ব্যাঙ্কের নীতি নিয়ে উঠছে প্রশ্ন। ফেব্রুয়ারিতে গোটা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছিল স্টক রিভিউ কমিটি। তা সত্ত্বেও কেন পদক্ষেপ করা হয়নি? ইডি-র চার্জশিটে নাম থাকার পর বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হল কেন? যাঁরা ব্যাঙ্ককে ডুবিয়েছেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ কেন করা হল না?
সেবির বিধি ভঙ্গ করে কারা এখনও চাকরি করছেন?
- সঞ্জয় নাম্বিয়ার, গ্রুপ লিগাল কাউন্সেল, ইয়েস ব্যাঙ্ক
- নিরঞ্জন বনেড়কর, সিএফও, ইয়েস ব্যাঙ্ক
- শিবানন্দ শেট্টিগর, কোম্পানি সেক্রেটারি, ইয়েস ব্য়াঙ্ক
- আশিস অগ্রবাল, হেড, হোলসেল ব্যাঙ্কিং, ইয়েস ব্যাঙ্ক
এলাহাবাদ হাইকোর্টে ধাক্কা খেয়েছিল ব্যাঙ্ক
বলে রাখি, এলাহাবাদ হাইকোর্টে ধাক্কা খেয়েছে ইয়েস ব্যাঙ্ক। ইয়েস ব্যাঙ্কের কাছে ডিস টিভির বন্ধকী শেয়ার জব্দের মামলায় গৌতমবুদ্ধ নগর পুলিসের তদন্তে হস্তক্ষেপ করতে চায়নি আদালত। এফআইআর খারিজ বা তদন্ত রোখার নির্দেশ দেয়নি। হাইকোর্টের অভিমত, তদন্ত আটকে দেওয়া অনুচিত।
আরও পড়ুন- Dish TV তদন্তে হস্তক্ষেপ নয়, এলাহাবাদ হাইকোর্টে জোর ধাক্কা খেল Yes Bank
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)