উত্তরপ্রদেশের জন্য বড়সড় ঘোষণা যোগী আদিত্যনাথের
উত্তরপ্রদেশের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের সর্বত্র ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুত পরিষেবার কথা ঘোষণা করেন তিনি। সংবিধানের রূপকার ভীম রাও আম্বেদকরের ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের সর্বত্র ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুত পরিষেবার কথা ঘোষণা করেন তিনি। সংবিধানের রূপকার ভীম রাও আম্বেদকরের ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে ২০১৮ সালের নভেম্বর মাসের মধ্যেই রাজ্যের প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে বিদ্যুত্ পৌঁছাবে বলে ফের একবার প্রতিশ্রুতি দেন যোগী আদিত্যনাথ। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বিদ্যুত্ রাষ্ট্রমন্ত্রী পীযূষ গয়াল ও আদিত্যনাথের উপস্থিতিতে এই মর্মে কেন্দ্রের সঙ্গে একটি মউ স্বাক্ষরিত হয় উত্তরপ্রদেশ সরকারের।
আরও পড়ুন, BHIM- আধার পে অ্যাপের সূচনা, জিতে নিন বোনাস