UP Bans Halal Food: `হালাল` পণ্য এখন `হারাম`, কড়া পদক্ষেপ আদিত্যনাথের
UP Bans Halal Food: উত্তরপ্রদেশ সরকারের এক মুখপাত্র বলেন, ওইব পণ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। হালাল সার্টিফিকেট দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার হালাল পণ্যের উপরে নিষেধাজ্ঞা জারি হল উত্তরপ্রদেশে। ইসলামে যেসব পণ্য ব্যবহার বা খাবারের অনুমতি রয়েছে তাকেই প্রধানত বলা হয় হালাল খাবার বা পণ্য। সেই ধরনের পণ্য এবার বিক্রি নিষিদ্ধ করল যোগী আদিত্যনাথ সরকার। কিছু তেল, সাবান, টুথ পেস্টের মতো পণ্য হালাল ছাপ দিয়ে বিক্রি করা হয় উত্তর প্রদেশ-সহ গোটা দেশেই। শনিবার সন্ধেয় এক বিজ্ঞপ্তি জারি করে সেইসব হালাল পণ্য বিক্রি নিষিদ্ধ করে দিল রাজ্য সরকার।
আরও পড়ুন-বিদ্যুত্ বিল মেটাতে গিয়ে জামতারা গ্যাংয়ের খপ্পরে, অ্যাকাউন্ট থেকে গায়েব ৭৩ হাজার টাকা
হালাল পণ্য বিক্রির বিরুদ্ধে সম্প্রতি একটি এফআইআর দায়ের করা বয়ে লখনউ পুলিস কমিশনারেটে। অভিযোগ ওঠে হালাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, জমিয়েত উলেমায়ে হিন্দ, হালাল ট্রাস্ট, হালাল কাউন্সিল অব ইন্ডিয়া-সহ একাধিক সংগঠনের বিরুদ্ধে। ওইসসব সংগঠনের বিরুদ্ধে ৮টি ধারায় অভিযোগ দায়ের হয়।
ওই এফআইআর দায়ের করেন শৈলেন্দ্র শর্মা নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, ওইসব সংগঠনের কোনও অধিকার নেই কোনও পণ্যকে হালাল সার্টিফিকেট দেওয়ার। এরা বিশেষ এক ধর্মের মানুষকে বিশেষ পণ্য বিক্রির ব্যপারে উত্সাহ দিচ্ছে। ওইসব সার্টিফিকেট দিয়ে তারা টাকা কামাচ্ছে। এর মধ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে। ওই টাকা ব্যবহার করা হচ্ছে দেশ বিরোধী কার্যকলাপে।
উত্তরপ্রদেশ সরকারের এক মুখপাত্র বলেন, ওইব পণ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। হালাল সার্টিফিকেট দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। এর থেকে হওয়া আয় দেশ বিরোধী কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে। এতে বিভিন্ন কোম্পানির ক্ষতি হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)