ওয়েব ডেস্ক: কেরলে বামেদের মোকাবিলায় হিন্দুত্বের মুখ ‌‌যোগী আদিত্যনাথকে নামিয়ে দিয়েছেন অমিত শাহ। সে রাজ্যে পা রাখা মাত্রই পিনরাই বিজয়নের সরকারকে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।   
 
কেরলে জনরক্ষা ‌যাত্রার কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। সেই ‌যাত্রায় অংশ নিয়েছেন ‌যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, এই ‌যাত্রা কেরল, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বামেদের আয়না দেখাচ্ছে। রাজনৈতিক খুন থামাতে হবে। গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। কিন্তু এখানে রাজনৈতিক খুনের ঘটনা ঘটে চলেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপির অভি‌যোগ, কেরলে তাদের কর্মীদের নিশানা করা হচ্ছে। ২০০১ সালের পর থেকে তাদের ১২০জন কর্মীকে খুন করা হয়েছে। মঙ্গলবার জনরক্ষা ‌যাত্রার সূচনা করে অমিত শাহ দাবি করেন, কেরলে বামেরা ক্ষমতায় আসলেই হিংসার ঘটনা বেড়ে ‌যায়। সরকারে কংগ্রেস থাকলে এমনটা হত না। 


সিপিএম-এর অভি‌যোগ, আদিত্যনাথকে কাজে লাগিয়ে কেরলে ধর্মীয় মেরুকরণের ছক কষছেন অমিত শাহ। তাদের খোঁচা, কেরলে কীভাবে হাসপাতাল চলে, সেটা দেখে ‌যেতে ‌যোগী আদিত্যনাথকে আমন্ত্রণ জানাচ্ছি। 


আরও পড়ুন, বিজেপি জুজু উড়িয়ে আরও ভাল কাজের অঙ্গীকার মানিক সরকারের