মুখ্যমন্ত্রীর `পরীক্ষা`য় ফার্স্টবয় যোগী, থার্ড দিদি
পরপর চারবার সেরা মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ।
নিজস্ব প্রতিবেদন: হাথরস হোক আর যা-ই হোক, এতটুকু টোল খায়নি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা।
একবার নয়, দু'বার নয়, এই নিয়ে টানা চারবার দেশের সেরা মুখ্যমন্ত্রীর শিরোপা পেলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ (Uttar Pradesh Chief Minister Yogi Adityanath)। রাজনৈতিক ভাবে সব চেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যে দুর্দান্ত পারফরম্যান্স করে 'সেরার সেরা' হয়েছেন যোগী। মোট ভোটের ২৫ শতাংশ পেয়েছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার করা 'মুড অফ দ্য নেশন' (Mood of the Nation/MOTN)সমীক্ষা থেকে এমনটাই জানা গিয়েছে।
Also Read: পথে হাজার হাজার কৃষক; কৃষি আইনের প্রতিবাদে রক্তিম মুম্বইমুখী সড়ক
দুই এবং তিন নম্বরে আছেন যথাক্রমে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal) ও পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)। সমীক্ষায় অংশ নেওয়া ১৪ শতাংশ মানুষই মনে করেছেন, দেশের সেরা মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আর ৮ শতাংশ মানুষ বলেছেন 'দিদি'ই সেরা। নির্বাচনে ভরাডুবি সত্ত্বেও বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) সভাপতি নীতীশ কুমার আছেন চার নম্বরে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি পাঁচে।
Also Read: 'দেশ কি বেটি' বনাম 'কন্যাশ্রী'; জাতীয় কন্যাদিবসে টুইট-যুদ্ধ মোদী-মমতার