ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী থাকাকালীন ২১টি সরকারি চিনিকল জলের দড়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ বহু বছর ধরেই রয়েছে মায়াবতীর বিরুদ্ধে। এতদিন বিষয়টি ঠান্ডা ঘরে থাকলেও এবার ১,১৮০ কোটি টাকার এই দুর্নীতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ''প্রয়োজনে এই দুর্নীতির তদন্তে CBI-এর হস্তক্ষেপ দাবি করব।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ''তিস্তা চুক্তি হবেই!'' ভারত ও বাংলাদেশের মধ্যে ২২টি চুক্তি স্বাক্ষরের পর দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর


মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের একাধিক জায়গায় ২১টি সরকারি চিনিকলকে সামান্য দামে বিক্রি করে দেন মায়াবতী। অভিযোগ, এই কাজে ১,১৮০ কোটি টাকার দুর্নীতি হয়। তত্‍কালীন রাজ্য সরকারের বহু প্রভাশালী মন্ত্রীর পকেটেও মোটা টাকা ঢোকে। পরবর্তী সময় মুলায়ম সিং যাদব ও অখিলেশ যাদবের হাত ধরে উত্তরপ্রদেশে সপা সরকার গড়ে। বিষয়টি নিয়ে বড় সিদ্ধান্ত না নেওয়ার ফলে তা ঢুকে যায় ঠান্ডা ঘরে।


এবার সেই দুর্নীতির তদন্তে নতুন করে হাত দিল বিজেপি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, ''রাজ্যে কোনও দুর্নীতির তদন্ত করতে একবারও পিছ-পা হব না। তাই এই দুর্নীতি মামলায় যখন CAG রিপোর্ট দিয়েছে তখন তদন্ত হবেই। প্রয়োজনে CBI-এর হস্তক্ষেপ দাবি করা হবে।''