নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবার উত্তরপ্রদেশে সন্ত কবিরের মাজারে চাদর দিলেন প্রধানমন্ত্রী মোদী। কবীরের ৫০০তম জন্মতিথিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করার পর এদিন থেকেই নির্বাচনী প্রচারে নামেন নমো। এর আগে মাজারের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে ফের বিতর্কে জড়িয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সকালে মাজারে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলেন যোগী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানাতে এগিয়ে আসেন মাজারের দায়িত্বে থাকা খাদিম হুসেন। মাজারের নিয়ম অনুসারে যোগীকে একটি ফারের টুপি পরিয়ে দিতে যান খাদিম হুসেন। ঠিক সেই সময় হাসি মুখেই তাতে বাধা দেন যোগী। হাতে ধরে সেই টুপি সরিয়ে দেন যোগী। গোটা ঘটনাটি ঘটে সংবাদমাধ্যমের সামনেই। সেই ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে।


 



যদিও, এই নিয়ে মাজার বা সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত, ২০১১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় একই রকমভাবে একটি অনুষ্ঠানে ফারের টুপি পড়তে অস্বীকার করে বিতর্কে জড়িয়ে ছিলেন তত্কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী।


আরও পড়ুন- ভুল করে সীমান্ত পেরনো পাক কিশোরকে মিষ্টি হাতে বাড়ি ফেরাল ভারতীয় সেনা