ওয়েব ডেস্ক : জল্পনার অবসান। দফায় দফায় বৈঠকের পর অবশেষে ঠিক করা হল নাম। উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর মসনদে এবার যোগী আদিত্যনাথ। উপমুখ্যমন্ত্রী হচ্ছেন কেশব মৌর্য ও দীনেশ শর্মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ সকাল থেকেই শুরু হয় BJP-র পরিষদীয় দলের বৈঠক। মুখ্যমন্ত্রী পদের জন্য আলোচনায় উঠে আসে  রাজ্য সভাপতি কেশব প্রসাদ মৌর্য, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিংহা, সিদ্ধার্থনাথ সিং ও যোগী আদিত্যনাথের নাম।


আরও পড়ুন- বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর, আজই চূড়ান্ত হবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম


মনোজ সিনহার দাবি ছিল, মুখ্যমন্ত্রীর রেসে তিনি নেই। এদিকে আবার BJP সূত্রে খবর ছড়ায়, মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব কেশব প্রসাদ মৌর্যকেই দিয়েছেন অমিত শাহ। সবমিলিয়ে ধন্দ ছিল চরমে।


অবশেষে কিছুক্ষণ আগে সর্ব সম্মতিক্রমে যোগী আদিত্যনাথের নাম ঘোষণা করা হয়। আগামীকাল  বিকেলে কাশীরাম স্মৃতি ভবনে শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, BJP সভাপতি অমিত শাহ সহ একাঝাঁক কেন্দ্রীয় মন্ত্রীর।