অযোধ্যায় এবার মেগা দীপাবলী, গিনেস রেকর্ড গড়তে এলাহি আয়োজন যোগীর
নিজস্ব প্রতিবেদন: দীপাবলীতে এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বেন যোগী আদিত্যনাথ। অদ্ভূত মনে হলেও এমনটাই পরিকল্পনা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
সমর্থকদের নিয়ে এবার অযোধ্যায় দীপাবলী পালন করার পরিকল্পনা করেছেন যোগী আদিত্যনাথ। লক্ষ্য, অযোধ্যায় দীপাবলীতে কমপক্ষে ২ লাখ মাটির প্রদীপ জ্বালানো।
আরও পড়ুন-'দেশদ্রোহীরা বানিয়েছে, তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক'
সংবাদ মাধ্যমে এনিয়ে বলতে গিয়ে যোগী জানিয়েছেন, রামজন্মভূমি বিতর্কের সঙ্গে ওই অনুষ্ঠানের কোনও সম্পর্ক নেই। রামায়ণের ঐতিহ্য ১০ হাজার বছর পুরনো। এর সঙ্গে অযোধ্যায় সম্পর্ক ওতপ্রতভাবে জড়িত। সেই সময়ে অযোধ্য এক অত্যন্ত উন্নত শহর ছিল। দেশের সব জায়গা থেকে মানুষজন এই শহরে আসতেন। অতীতের সেই উজ্জ্বল ঐতিহ্য মনে করা ভারতবাসীর জন্য গর্বের।
রাম মন্দির এখনও ভোটের ইস্যু। তাই কি অযোধ্যায় প্রদীপ জ্বালানোর পরিকল্পনা? প্রশ্ন এড়িয়ে যোগী জানিয়েছেন, রাম জন্মভূমি নিয়ে ওঠা বিতর্কের ফয়সলা করতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে হবে। বিতর্কিত জায়গাটিতে আমরা হস্তক্ষেপ করছি না।
আরও পড়ুন-গুরুদাসপুরে 'মোদীর নীতির জন্যই রেকর্ড জয় পেয়েছি', দাবি কংগ্রেসের