অ্যাসিড সন্ত্রাসে দাঁড়ি টানতে যোগী উদ্যোগ
অ্যাসিডে জল ঢাললেন আদিত্যনাথ যেগী। দোকানে অ্যাসিড রাখা ও বিক্রির উপর `ইউপি পয়জন রুল ২০১৪` কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেওয়া হল। উত্তরপ্রদেশ সরকারের তরফে গতকাল (রবিবারও এখন কাজ চলছে) মুখ্যসচিব রাহুল ভাটনগর নির্দেশিকা জারি করে জেলা শাসকদের জানিয়ে দেন যে, প্রত্যেক অ্যাসিড বিক্রেতাকে ১৫ দিনের মধ্যে তাঁদের স্টকের সর্বশেষ খবর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটদের কাছে জমা দিতে হবে।
ওয়েব ডেস্ক: অ্যাসিডে জল ঢাললেন আদিত্যনাথ যেগী। দোকানে অ্যাসিড রাখা ও বিক্রির উপর 'ইউপি পয়জন রুল ২০১৪' কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেওয়া হল। উত্তরপ্রদেশ সরকারের তরফে গতকাল (রবিবারও এখন কাজ চলছে) মুখ্যসচিব রাহুল ভাটনগর নির্দেশিকা জারি করে জেলা শাসকদের জানিয়ে দেন যে, প্রত্যেক অ্যাসিড বিক্রেতাকে ১৫ দিনের মধ্যে তাঁদের স্টকের সর্বশেষ খবর সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটদের কাছে জমা দিতে হবে।
পরবর্তী কালে 'ইন্সপেকশানে'র সময় যদি ধরা পড়ে যে কোনও ব্যবসায়ী সঠিক তথ্য দেননি, তাহলে তাঁর পুরো স্টকটাই বাজেয়াপ্ত করা হবে এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। জেলা শাসকদের প্রতি মাসের সাত তারিখের মধ্যে ওই 'ইন্সপেকশান রিপোর্ট' রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সারা দেশে অ্যাসিড হামলার খবর ইদানিং অত্যন্ত বেশি খবরের শিরোনামে আসছে। বহুক্ষেত্রেই প্রেমে প্রত্যাখ্যান থেকে এই হামলা হয়ে থাকে। তবে সরকারি উদ্যোগে, আইনের বজ্র আঁটুনি দিয়ে যদি যোগী সরকার এই অ্যাসিড সন্ত্রাসের হাত থেকে মানুষকে মুক্তি দিতে পারেন তাহলে তা হবে দৃষ্টান্ত এমনটাই বলছেন ভুক্তভোগী থেকে আম জনতা সবাই। (আরও পড়ুন- গো-রক্ষার নামে হিংসা বরদাস্ত নয়, চাই সর্বভারতীয় আইন : মোহন ভাগওয়াত)