ওয়েব ডেস্ক : ১০০ মিটার উচ্চতার রামের মূর্তি গড়তে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। অযোধ্যায় সরযু নদীর তীরে বিশাল ওই মূর্তি গড়া হতে পারে বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, উত্তর প্রদেশের পর্যটন মন্ত্রকের তরফে ইতিমধ্যেই এ বিষয়ে তোড়জোড় শুরু করা হয়েছে। পাশাপাশি ১০০ মিটার উচ্চতার রামমূর্তি গড়ার যে প্রক্রিয়া, তা উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নাইকেও জানানো হয়েছে বলে খবর। রাজ্যের পর্যটনকে যাতে বেশি করে মানুষের সামনে তুলে ধরা যায়, তার জন্যই ১০০ মিটার উচ্চতার রামমূর্তি গড়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। রাজ্যপাল এ বিষয়ে আপত্তি না জানালে, এ বিষয়ে কাজ শুরু করা হবে বলে খবর।


রামমূর্তি গঠনের কথা প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছেন কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ‘অন্ধ নগরীর চৌপাট রাজা’ বলেও কটাক্ষ করেন তিনি।


সম্প্রতি 'উত্তরপ্রদেশ পর্যটন-আপর সম্ভাবনায়ন' নামে একটি পুস্তিকা প্রকাশ করে যোগী সরকার। তাতে দেখা যায়, তাজমহলেরই নাম নেই। বদলে পুস্তিকার কভার পেজে দেখা যায় গঙ্গা আরতির ছবি। ওই পুস্তিকা প্রকাশের পরই বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে বিরোধীরা।