ওয়েব ডেস্ক : নির্মেদ, সুঠাম দেহ বানাতে হবে। আর এই কারণে ঘণ্টার পর ঘণ্টা জিমে কসরত। ঘাম ঝরানো। কিন্তু ডাক্তারের পরামর্শ, সঠিক প্রশিক্ষণ ছাড়া জিম করার পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে, আরও একবার তার জ্বলন্ত উদাহরণ সামনে এল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জিম করতে করতেই মৃত্যু হল ২২ বছরের যুবকের। আদতে ভাইজ্যাগের বাসিন্দা বরুণ একবছর আগে হায়দরবাদের ডেল-এ কাজে যোগ দেন। অফিসেই ছিল জিম। সহকর্মীরা জানিয়েছেন, অফিসে শিফট শুরুর বেশ কিছুক্ষণ আগেই চলে আসতেন তিনি। শিফট শুরুর আগে নিয়মিত জিমে যেতেন তিনি।


সেদিনও তাই করেছিলেন। কিন্তু সেদিন ওয়ার্ক আউট শুরু করার পরই আচমকা বুকে ব্যথা অনুভব করেন বরুণ। ঘামতে শুরু করেন। এরপরই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন বরুণ। সঙ্গে সঙ্গেই নিকটবর্তী ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিত্সকরা বরুণকে মৃত বলে ঘোষণা করেন।


আরও পড়ুন, এই অফিসে হেলমেট মাথায় দিয়ে কাজ করাটাই দস্তুর!