নিজস্ব প্রতিবেদন: নরেন্দ্র মোদীর ক্যারিশ্মাকে প্রায় ছুঁয়ে ফেলেছিলেন তিনি। নতুন 'হিন্দু হৃদয় সম্রাট' আখ্যাও পেয়ে গিয়েছিলেন। কিন্তু, উপনির্বাচনে হারের ধাক্কায় হোঁচট খেয়েছে 'যোগী ব্র্যান্ড'। তা স্বীকার করে নিলেন খোদ যোগী আদিত্যনাথ। #ZeeIndiaConclave-এ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ''উপনির্বাচনে নিশ্চিতভাবে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবাই জানে, উপনির্বাচন গুরুত্বহীন। বিজেপি গণতান্ত্রিক দল। আমরা হারের কারণ বিশ্লেষণ করছি। যা দরকার পড়বে, তাই করব।'' 
    
পাঁচবার গোরক্ষপুর থেকে টানা জিতেছেন যোগী আদিত্যনাথ। ১৯৮৯ সাল থেকে গোরক্ষপুর বিজেপির দুর্গ। সেই দুর্গেই এবার সপা-বসপা জোটের কাছে মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। উপনির্বাচনে বিজেপির পরাজয়ের পরই অখিলেশ যাদব বলেছিলেন,''এটা সরকারের প্রতি মানুষের অবিশ্বাসের প্রতিফলন।'' যোগীর কথায়, ''২০১৯ সালে জাতীয় বিষয় নির্বাচনী ইস্যু হবে। উপনির্বাচনের কোনও প্রভাব পড়বে না লোকসভা নির্বাচনে। উপনির্বাচনের হারের পর হতাশা ছড়িয়েছে। তবে আমি বলতে চাই, উত্তরপ্রদেশে লোকসভায় ৮০টি আসন পাবে বিজেপি। গোরক্ষপুর ও ফুলপুরের ফল আমাদের শিক্ষা দিয়েছে।'' পাশাপাশি অতিরিক্ত আত্মবিশ্বাসই হারের কারণ বলে মনে করেন যোগী আদিত্যনাথ।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সপা-বসপার জোটের চ্যালেঞ্জও ফুত্কারে উড়িয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, ''মানুষ এদের সমর্থন করবেন না। তাঁরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন না, বরং মোদীকে থামাতে চাইছেন।'' বিরোধীদের নেতা কে? প্রশ্ন তুলেছেন যোগী আদিত্যনাথ।  


আরও পড়ুন- ত্রিপুরার ৯ জন মন্ত্রীর মধ্যে ৩ জনের বিরুদ্ধেই চলছে ফৌজদারি মামলা