জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্টারন্য়াশনাল অ্যাডভার্টাইজিং অ্যাসোসিয়েশনে(International Advertising Association) বিশেষ সম্মানে ভূষিত হলেন জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পুনীত গোয়েঙ্কা(Punit Goenka)। তাঁকে 'গেম চেঞ্জার অব দ্য ইয়ার' সম্মানে ভূষিত করল আইএএ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এন্টারটেইনমেন্ট ও মিডিয়া সেক্টরে বিশেষ অবদানের জন্য পুনীত গোয়েঙ্কাকে ওই সম্মান জানাল আইএএ। জি সবকটি ক্ষেত্রেই পুনীতের অবদান ও নেতৃত্বে অনিস্বীকার্য।


এমন সম্মান পেয়ে আপ্লুত পুনীত গোয়েঙ্কা। তবে তিনি এর সব কৃতিত্ব দিতে চান Zee পরিবারকে। তাই এই সম্মানও Zee-রও। এনিয়ে পুনীত বলেন, এই সম্মান শুধুমাত্র উত্সাহই দেয় না বরং আমাদের চলার পথে আমরা যেসব পদক্ষেপ করেছি এটা তারই স্বীকৃতি। এই সম্মান Zee পরিবারের সবার। আমাদের স্টেক হোল্ডারদের জন্য যারা নিরন্তর পরিশ্রম করে চলেছেন এটা তাদেরও সম্মান।


উল্লেখ্য, কোম্পানিকে একটি বিশেষ উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে সফল পুনীত গোয়েঙ্কা। শুধুমাত্র কনটেন্টের উত্কর্ষই নয় কোম্পানির ব্যবসাকে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে পুনীতের অবদান অনস্বীকার্য। কারণ সাফল্যের পাশাপাশি কোম্পানিকে অন্য উচ্চতার নিয়ে গিয়েছেন পুনীত। মিডিয়া ক্ষেত্রে তাঁর দূরদৃষ্টি জি-কে আজ এন্টারটেইনমেন্ট সেক্টরে শীর্ষ সংস্থার ভূমিকায় তুলে এনেছে। তাঁর নেতৃত্বেই আজ আন্তর্জাতিক আঙিনায় পা রেখেছে জি। দুনিরায় ১৯০ দেশে এখন জি-এর উপস্থিতি। এর দর্শকসংখ্য়া এখন ১.৩ বিলিয়ন।


আরও পড়ুন-Rajya Sabha MPs Suspended: বিরোধীদের বিক্ষোভে তোলপাড় রাজ্যসভা, সাসপেন্ড ৭ তৃণমূল-সহ ১৯ সাংসদ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)