১, ২, ১০ টাকার কয়েন তুলে নেওয়ার `পরামর্শ` জেডি(ইউ) সাংসদের!
ওয়েব ডেস্ক: ১, ২, ১০ টাকার কয়েন নিচ্ছে দোকানদাররা। ব্যাঙ্কও তা নিতে অস্বীকার করছে। সংসদের উচ্চ কক্ষে এই সমস্যার কথা জানিয়েই ১, ২, ১০ টাকার কয়েন তুলে নেওয়ার 'পরামর্শ' দিলেন 'নীতীশ কুমারের পার্টি' জনতা দল ইউনাইটেডের সাংসদ আলি আনওয়ার আনসারি।
আম জনতার 'খুচরো সমস্যা'র কথা রাজ্যসভায় পেশ করলেন জনতা দলের (ইউনাইটেড) সাংসদ আলি আনওয়ার আনসারি। দেশের মানুষ ১ টাকা, ২ টাকা এবং ১০ টাকার কয়েন নিয়ে যে যে ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছে, এদিন সংসদের উচ্চ কক্ষে জিরো আওয়ারে সেই বিষয়েই সরব হতে দেখা গেল 'নীতীশ কুমারের দল' জেডি(ইউ) সাংসদ আলি আনওয়ার আনসারিকে। রাজ্যসভায় জেডি(ইউ) সাংসদ বলেন, অনেক ক্ষেত্রেই খুচরো কয়েন নিতে অস্বীকার করছে দোকানদাররা, যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে আম আদমিকে। আরও এক ধাপ এগিয়ে আলি আনওয়ার আনসারি জিরো আওয়ারে "খুচরো সমস্যা' ইস্যুতে বলতে গিয়ে এও বলেন, "কিছু কিছু ব্যাঙ্কও কয়েন নিতে অস্বীকার করছে"। ব্যাঙ্ক থেকেই ১, ২, ১০ টাকার কয়েন ইস্যু করা হয়েছে, অথচ ব্যাঙ্কই তা নিতে অস্বীকার করছে, এই বিষয়েই গোটা সদনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন তিনি। এরই সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে এই সমস্যা সমাধানের আর্জিও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, কেন্দ্র সরকারের নোট বন্দি ইস্যুকে টেনে এনে এদিন জেডি(ইউ) সাংসদ আলি আনওয়ার আনসারি একটি 'পরামর্শ'ও দেন। তিনি বলেন, 'ডিমনিটাইজেশনের দ্বিতীয় পর্যায়ে' যেন পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটের মতই এই কয়েনগুলোও তুলে নেওয়া হয়। আরও পড়ুন- বিহার জোটে ফাটল ধরাতে নীতীশকে লালু সঙ্গত্যাগের বার্তা মোদীর
জেডি(ইউ) সাংসদ ছাড়াও এদিন রাজ্যসভায় সরব হতে দেখা যায় বিজেপি বিরোধী দলগুলোকে। কংগ্রেসের বর্ষিয়ান নেতা আজ রাজ্যসভায় এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ নিয়ে সংসদে আলোচনার দাবি তোলেন। অন্যদিকে, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্ক্সবাদী) সাংসদ ঝর্ণা দাস বৈদ্য এদিন রাজ্যসভায় 'নারীদের ওপর নির্যাতন এবং কেন্দ্র সরকারের ভূমিকা' নিয়ে প্রশ্ন তোলেন। তিনি গোটা সদনের সামনে কেন্দ্র সরকারের নীতিকে কার্যত তুলোধোনা করে বলেন, "বেটি বাঁচাও, বেটি পড়াও, এই স্লোগানগুলোর কী হল"? এদিন ঝর্ণা দাস বৈদ্য কাবাডি খেলোয়াড়ের ধর্ষণের ঘটনাতেও আওয়াজ তুলেছেন। আরও পড়ুন- রেজিগনেশন রাজনীতি