এটিএমে কার্ড সোয়াইপ করলেই বেরিয়ে আসছে গণেশ!
এই বিশেষ কাউন্টার দেখতে পুরো এটিএম কাউন্টারের মতোই। মেশিনে কার্ড সোয়াইপ করলেই বেরিয়ে আসছে কৌটো করা গণেশ মূর্তি।
যেমনভাবে বেরিয়ে আসে টাকা, ঠিক ক্যাশ ট্রে-তে চলে আসছে ছোট্ট একটি কৌটো। সেটা খুললেই ছোট্ট সোনালি গণেশ।
অভিনব ঘটনাটি ঘটছে পুণের সাহাকর নগরের একটি এটিএম কাউন্টারে। এই কাউন্টারের নাম ‘এনি টাইম মোদক।’
অভিনব এই চিন্তাভাবনা এসেছে পুণেরই বাসিন্দা সঞ্জয় কুলকার্নির মাথায়। তিনিই এই ‘এনি টাইম মোদক’-এর আবিষ্কারকর্তা।
শুধু আপনার কাছে থাকতে হবে একটি বিশেষ কার্ড। সেই কার্ডও দেখতে হুবুহু এটিএম কার্ডের মতোই। যেভাবে টাকা তোলেন, সেই ভাবেই মেশিনে কার্ড সোয়াইপ করলে বেরিয়ে আসবে গণেশ মূর্তি।
মেশিনের যেখানে সংখ্যা লেখা থাকে, সেখানেই লেখা রয়েছে বেশ কয়েকটি শব্দ।
সংখ্যার বদলে বিশেষ এটিএম-এ লেখা রয়েছে ‘ফরগিভনেস’, ‘ডিভোশন’, ‘অ্যাফেকশন’, ‘পিস’, ‘নোলেজ’, ‘চ্যারিটি’।
গণেশ চতুর্থী উপলক্ষে শহরবাসীকে বিশেষ এই উপহার দিয়েছেন সঞ্জয় কুলকার্নি।
পুণের এই বিশেষ এটিএম-কে নিয়ে এখন মানুষের মধ্যে প্রবল উত্সাহ, যা স্বাভাবিকই বটে!