ক্ষমতায় ফেরার পর গোটা বাংলায় ঘুরবে রথ, ঘোষণা মোদীর
সুপ্রিম আদেশে থমকে গিয়েছে বিজেপির রথযাত্রা। তবে এদিন ময়নাগুড়িতে প্রধানমন্ত্রীর সভায় দাঁড়িয়েছিল সেই রথ, আদতে যা একটি বাস।
ওই সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিলেন, লোকসভা ভোটে জিতে আসার পর রাজ্যে ফের গড়াবে রথের চাকা। তবে প্রচারের কাজে নয়, বরং সবার মতামত গ্রহণের জন্য।
ভোটের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছে মোদী সরকার। ভোটের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে হবে। ওই বাজেট সকলের মতামত নিয়ে তৈরি হবে বলে এদিন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদীর ঘোষণা, ক্ষমতায় আসার পর কী নীতি তৈরি করা দরকার? কী সিদ্ধান্ত নেওয়া উচিত? গরিব, গ্রাম, শহরের জন্য কী দরকার? তা জানতে আপনাদের পরামর্শ নেব। ওই রথ আপনার কথা শোনার জন্য এখানে এসেছে। আপনারা লিখে রাখুন ওখানে।
মোদী আরও বলেন, ''এমন রথ আরও রয়েছে। সেগুলি বাংলা ঘুরবে। আপনাদের মতামত নেবে''।
বাংলায় রথযাত্রার অনুমতি দেয়নি রাজ্য সরকার। সেনিয়ে হাইকোর্ট-সুপ্রিম কোর্টে মামলা চলে। তবে শেষপর্যন্ত বিজেপিকে ধাক্কা দিতে সমর্থ নয় তৃণমূল। রথযাত্রা বাতিল করে বাধ্য হয় গেরুয়া শিবির।