দেড় লাখ চিনা সিসিটিভি ঘুরছে দিল্লির রাস্তায়, ঘরে বসেই ভারতে নজরদারি চিনের!
চাইলে তো ঘরে বসেই ভারতের উপর নজরদারি চালাতে পারে চিন। দিল্লির রাস্তায় ঘুরছে প্রয় দেড় লাখ চিনা সিসিটিভি।
ভারত-চিন যুদ্ধের হাওয়ায় এমন বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে। ভারতে ৫৯টি চিনা অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এদিকে দিল্লির রাস্তায় চলছে দেড় লাখ চিনা সংস্থার তৈরি সিসিটিভি।
দিল্লির বাসিন্দাদের অনেকেই তথ্য চুরির অভিযোগ তুলেছিলেন। আসলে দিল্লির মানুষের সুরক্ষার জন্য দেড় লাখ সিসিটিভি বসিয়েছিল আপ সরকার। সেই সব সিসিটিভি চিনা সংস্থা হিকভিশান-এর তৈরি করা। ওই সিসিটিভি-র ফুটেজ দেখার জন্য একটি অ্যাপ মেবাইলে ইনস্টল করতে হয়। তার মাধ্যমেই তথ্য চুরির অভিযোগ উঠেছে।
অ্যাপ-এর মূল সার্ভার রয়েছে চিনে। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, চিন চাইলে বিনা বাধায় দিল্লির উপর নজরদারি চালাতে পারে। এর আগেও অবশ্য হিকভিশান-এর উপর তথ্য চুরির অভিযোগ ছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হিকভিশান-এর থেকে তার সরকারের ব্যবহার করার মতো কোনও পণ্য কেনা হবে না। কারণ তারা নজরদারি চালায়। যদিও দিল্লির মুখ্যমন্ত্রীর সাফাই, এটা নিয়ে অকারণে রাজনীতি করা হচ্ছে। তার সরকার কেন্দ্রের পিএসইউ সংস্থাকে সিসিটিভি ইনস্টল-এর বরাত দিয়েছিল।