বিজয়মিছিল আটকাতেই পুলিসকে লক্ষ্য করে ইট, গঙ্গারামপুরে গ্রেফতার ১০ বিজেপি কর্মী
দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর-গঙ্গারামপুরে বিজেপির বিজয়মিছিল ঘিরে ধুন্ধুমার। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পাল্টা লাঠিচার্জ পুলিশেরও।
আজ বুনিয়াদপুর-গঙ্গারামপুরে দিলীপ ঘোষের সভা করার কথা ছিল। সেইমতো আজ সকালে বুনিয়াদপুর এসে পৌঁছান দিলীপ ঘোষ। দলীয় পার্টি অফিস থেকে তিনি সভাস্থলের দিকে রওনা দিতেই পুলিস বাধা দেয়। পুলিশি বাধা অগ্রাহ্য করেই হেঁটে সভাস্থলে যান বিজেপি রাজ্য সভাপতি।
গঙ্গারামপুর চৌমাথা পর্যন্ত মিছিল আসার কথা ছিল। পুলিস ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর পুনর্ভবা নদীর ব্রিজে ব্যারিকেড তৈরি। দিলীপ ঘোষকে আটকায়। তখনই আবার শুরু হয় পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি। ব্যাপক লাঠিচার্জ করে পুলিসও। এরপর কার্যত পালিয়ে যেতে বাধ্য হয় পুলিস। দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল গঙ্গারামপুর শহরে ঢোকে। অভিযোগ, সেখানেই একাধিক পুলিসের গাড়িতে ভাঙচুর চালান কর্মীরা।
ইট বৃষ্টিতে আহত হয়েছেন ৩ পুলিসকর্মী । অন্যদিকে লাঠির ঘায়ে আহত কমপক্ষে ৫ জন বিজেপি কর্মী। পুলিস সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এটা বিজেপিকে বদনামের চেষ্টা বলে তোপ দেগেছেন দিলীপ ঘোষ।