বলিউড তারকাদের মাদকাসক্তি, দেখুন কে কে আছেন তালিকায়

Sun, 15 Jul 2018-5:44 pm,

মনীষা কৈরালা : মণীষা কৈরালার বিরুদ্ধেও কৈরিয়ারে শীর্ষ সময়ে থাকার সময় ড্রাগ নেওয়ার অভিযোগ ছিল। যদিও  তিনি পরবর্তীকালে এই নেশা এক্কেবারেই ত্যাগ করেন, এমনকি মাদকবিরোধী অভিযানেও সামিল হন।

(সমস্ত তথ্য সংগ্রীহিত, এর সত্যতা ZEE ২৪ ঘণ্টা যাচাই করেনি)

ফারদিন খান: ২০০১ সালে কোকেন রাখার অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার করা হয় ফারদিন খানকে।

 

(সমস্ত তথ্য সংগ্রীহিত, এর সত্যতা ZEE ২৪ ঘণ্টা যাচাই করেনি)

সঞ্জয় দত্ত : সঞ্জয় দত্তের বিরুদ্ধে ড্রাগ নেওয়ার অভিযোগ প্রায় কমবেশি সকলেই জানেন। তাঁকে এই নেশা থেকে বাঁচতে দীর্ঘদিন আমেরিকায় রিহ্যাব সেন্টারে থাকতে হয়েছিল।

(সমস্ত তথ্য সংগ্রীহিত, এর সত্যতা ZEE ২৪ ঘণ্টা যাচাই করেনি)

রণবীর কাপুর :  কিছুদিন আগে 'সঞ্জু' প্রমোশনের সময় নিজের ড্রাগ নেওয়ার কথা স্বীকার করে নেন রণবীর। তিনি বলেন, কলেজ জীবনে তিনি ড্রাগ নিয়েছিলেন, পরে বুঝতে পারেন এভাবে চলতে থাকলে তাঁর জীবন শেষ হয়ে যাবে, তখন তিনি এই আসক্তি থেকে সরে আসেন।

(সমস্ত তথ্য সংগ্রীহিত, এর সত্যতা ZEE ২৪ ঘণ্টা যাচাই করেনি)

বিজয় রাজ: বলিউড 'রান' খ্যাত অভিনেতা বিজয় রাজ-এর বিরুদ্ধেও ড্রাগ নেওয়ার অভিযোগ রয়েছে। 

(সমস্ত তথ্য সংগ্রীহিত, এর সত্যতা ZEE ২৪ ঘণ্টা যাচাই করেনি)

হানি সিং:  জনপ্রিয় র‍্যাপ গায়ক হানি সিংকে নাকি কিছুদিন আগে রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিল।

(সমস্ত তথ্য সংগ্রীহিত, এর সত্যতা ZEE ২৪ ঘণ্টা যাচাই করেনি)

গীতাঞ্জলি নাগপাল:  জানা যায়, প্রাক্তন মডেল তথা অভিনেত্রী গীতাঞ্জলি নাগপালকে তাঁর মাদকাসক্তির জন্য পথে বসতে হয়েছে। যিনি কিনা একসময় সুস্মিতা সেনের সঙ্গে   র ্যাম্প-এ হেঁটেছেন। গীতাঞ্জলি নাগপালকে একসময় দিল্লির রাস্তা থেকে উদ্ধার করা হয়। শোনা যায় ড্রাগ নেওয়ার কারণে তিনি পথে বসেছেন। 

(সমস্ত তথ্য সংগ্রীহিত, এর সত্যতা ZEE ২৪ ঘণ্টা যাচাই করেনি)

গৌরী খান: 'বলিউডের ফার্স্ট লেডি' খোদ কিং খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধেও মাদকাসক্তির নেওয়ার অভিযোগ রয়েছে। জানা যায়, বার্লিন বিমানবন্দরে মারিজুয়ানা নিতে গিয়ে ধরা পড়েন গৌরী।

(সমস্ত তথ্য সংগ্রীহিত, এর সত্যতা ZEE ২৪ ঘণ্টা যাচাই করেনি)

সুজান খান: বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশনের স্ত্রী সুজান খানের বিরুদ্ধেও কোকেন নেওয়ার অভিযোগ রয়েছে। সুজানের এই মাদকাসক্তিই হৃত্বিকের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের অন্যতম কারণ হিসাবে বি-টউনের অনেকে মনে করেন।

(সমস্ত তথ্য সংগ্রীহিত, এর সত্যতা ZEE ২৪ ঘণ্টা যাচাই করেনি)

মমতা কুলকার্নি: নয়ের দশকের জনপ্রিয় এই নায়িকাকে বেশ কয়েকবছর আগে কেনিয়া থেকে গ্রেফতার করা হয় ড্রাগ পাচারের অভিযোগে। শুধু মমতাই নন, তাঁর স্বামী ভিকি গোস্বামীর বিরুদ্ধেও ড্রাগ পাচারের অভিযোগ ওঠে। তিনি এই অভিযোগে প্রায় ২৫ বছর দুবাইয়ের জেলে বন্দিও ছিলেন।

(সমস্ত তথ্য সংগ্রীহিত, এর সত্যতা ZEE ২৪ ঘণ্টা যাচাই করেনি)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link