মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদকে ১০ বছর কারাদণ্ডের রায় শোনাল আদালত
২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদকে পাকিস্তানের এক আদালত ১০ বছরের কারাদণ্ডের রায় শোনাল।
দুটি জঙ্গি হামলার ঘটনায় টেরর ফান্ডিং-এর জন্য হাফিজ সঈদকে দোষী সাব্যস্ত করেছে সেই আদালত।
হাফিজ ছাড়াও জফর ইকবাল, আব্দুল রহমান মক্কি, ইয়াহা মুজাহিদকেও সাজার নির্দেশ দিয়েছে আদালত।
জমাত উদ দাওয়া সংগঠনের প্রধান হাফিজ সঈদ লাহোরে একটি জঙ্গি হামলার জন্য টেরর ফান্ডিং করেছিল বলে অভিযোগ।
হাফিজ সঈদের নামে এখন ২৯টি মামলা চলছে। আদালত এদিন হাফিজকে শাস্তি দেওয়ার পাশাপাশি তার সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে। হাফিজ এখন লাহোরের লাখপত জেলে রয়েছে।