একাধিক সম্পর্ক, করিনা থেকে সানিয়া, শাহিদ কাপুরের জীবনের এই দিকগুলি জানেন!
২০১৫ সালের ৭ জুলাই মীরা রাজপুতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শাহিদ কাপুর। দিল্লির ব্যবসায়ী পরিবারের মেয়ের সঙ্গে শাহিদের বিয়ে নিয়ে অনেক সমালোচনা হলেও, তাঁদের সংসার কিন্তু চলছে পুরোদমে। শোনা যায়, করিনার সঙ্গে বিচ্ছেদের পর মীরার হাজিরাতেই ফের চনমনে হয়ে ওঠেন শাহিদ কাপুর। মীরাকে বিয়ের পর বর্তমানে মিশা এবং জৈন, দুই সন্তানের বাবা হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করেছেন শাহিদ কাপুর। কিন্তু করিনা এবং মীরা ছাড়াও শাহিদের জীবনে কে কে হাজির হয়েছেন জানেন! দেখুন সেই তালিকা...
করিনা কাপুরের সঙ্গে শাহিদ কাপুরের সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে এক সময় তোলপাড় হয়ে যায় সমবাদমাধ্যম। করিনার সঙ্গে বিচ্ছেদের পর কার্যত ভেঙে পড়েছিলেন শাহিদ কাপুর। যদিও যব উই মেট-এর শ্য়ুটিংয়ের পরপরই শাহিদকে ছেড়ে সইফ আলি খানের প্রেমে পাগল হয়ে যান করিনা। শত সমালোচনা সত্ত্বেও ওই সময় শাহিদের কাছে ফিরে আসেননি করিনা
ফাটা পোস্টার নিকলা হিরো-র শ্যুটিংয়ে নার্গিস ফকরির সঙ্গে শাহিদ কাপুরের সম্পর্ক নিয়ে এক সময় জোর গুঞ্জন শুরু হয় বিভিন্ন মহলে
শিকার-এর শ্যুটিংয়ের সময় বাঙালি কন্যা বিপাশা বসুর সঙ্গে সম্পর্ক তৈরি হয় শাহিদ কাপুরের। দুজনেক একসঙ্গে পার্টি করতেও দেখা যায়
টেনিস কুইন সানিয়া মির্জার সঙ্গে শাহিদ কাপুরের সম্পর্ক নিয়ে এক সময় জোর জলঘোলা শুরু হয়। যদিও সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি
আর রাজকুমারের শ্যুটিং ফ্লোরে সোনাক্ষীর সঙ্গে জমিয়ে প্রেম শুরু করেন শাহিদ কাপুর। এমনকী, সোনাক্ষীার জন্মদিনেও তাঁকে শাহিদের সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা যায়
কিসমত কানেকশনের শ্যুটিংয়ে বিদ্যা বালানের সঙ্গে সম্পর্কে জড়ান শাহিদ কাপুর। কিন্তু ওই সময় বিদ্যার ওজন নিয়ে আলটপকা মন্তব্য়ের পরই শাহিদের উপর চটে গিয়ে গিয়ে সম্পর্ক ভেঙে দেন বিদ্যা বালান
শোনা যায়, কামিনে-র শ্যুটিংয়ের সময় শাহিদের সঙ্গে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা চোপড়া। এমনকী, প্রিয়াঙ্কার বাড়িতে আয়কর দফতরের হানার সময়ও সেখানে হাজির ছিলেন শাহিদ কাপুর। যা নিয়ে ওই সময় জোর চর্চা শুরু হয়ে যায়
বলিউডে পা রাখার আগে মডেলিংয়ের সময় হৃষিতা ভাটের সঙ্গে সম্পর্কে জড়ান শাহিদ কাপুর। যদিও খুব কমদিনই হৃষিতার সঙ্গে সম্পর্ক ছিল শাহিদের
অনুষ্কা শর্মার সঙ্গে বদমাস কম্পানিতে শ্যুটিংয়ের সময় নাকি শাহিদ তাঁর সঙ্গে সম্পর্কে জড়ান। এমনকী, ইমরান খানের সিনেমা মেরে ব্রাদার কি দুলহান-এর সাকসেস পার্টিতে হাজির হয়ে শাহিদ এবং অনুষ্কাকে ঘনিষ্ঠ অবস্থাতেও দেখা যায়। যা নিয়ে ওই সময় সরগরম হয়ে ওঠে পেজ থ্রি-র পাতা
প্রথমে ইস্ক ভিস্ক এবং পরে বিবাহ, পরপর দুটি সিনেমার শ্যুটিংয়ের সময় অমৃতা রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়ান শাহিদ কাপুর