ফিরে আসবে তুষারযুগ! ভারত-পাকিস্তান যুদ্ধ হলে মারা যেতে পারে ১২ কোটি মানুষ

Thu, 03 Oct 2019-6:24 pm,

ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে কম করে ১২ কোটি মানুষ মারা যাবে। শুধু তাই নয়, পরমাণু বিকিরণের ফলে বায়ুমণ্ডলের যে ক্ষতি হবে তার প্রভাব থাকবে আগামী এক দশকেরও বেশি সময়। 

সাম্প্রতিক সময়ে একাধিকবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হাঁক দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেনা প্রধান থেকে শুরু করে একাধিক মন্ত্রী পরমাণু যুদ্ধের ব্যাপারে ভারতকে হুমকি দিয়ে চলেছে। 

সায়েন্স এডভান্স-এর একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। nuclear war scenario between the two neighbours in 2025- শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, যদি সত্যিই পরমাণু যুদ্ধ হয় তা হলে সূর্যরশ্মির ঘাটতি হবে ২০ থেকে ৩৫ শতাংশ। পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আচমকা কমে যেতে পারে। ফিরে আসতে পারে হিমযুগ। 

দুই দেশ যদি সত্যিই পরস্পরের প্রতি পরমাণু হামলা চালায় তা হলে বিস্ফোরণের ফলে উত্পন্ন হতে পারে ১৬ থেকে ৩৬ মিলিয়ন টন ছাই। সেই ছাই বায়ুমণ্ডলে ব্যাপক প্রভাব পড়তে পারে। 

ভারতের কাছে মোট ১১০টি ও পাকিস্তানের কাছে মোট ১৩০টি পরমাণু অস্ত্র রয়েছে। পাকিস্তান এর পরও পরমাণু শক্তি বাড়ানোর চেষ্টা করে চলেছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link