রাজ্য জুড়ে চলছে বামেদের ধর্মঘট, তৎপর প্রশাসন

Fri, 12 Feb 2021-8:43 am,

নিজস্ব প্রতিবেদন: আজ রাজ্য জুড়ে বামেদের ডাকে চলছে ১২ ঘণ্টার বনধ। বামেদের নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে এ সকাল ৬টা থেকে শুরু হয়েছে বনধ। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির দল 

কলকাতায় সকাল থেকে তেমন কোনও প্রভাব পড়েনি। বাস চলাচল স্বাভাবিক সকাল থেকে। তবে মোতায়েন রয়েছে প্রচুর পুলিস।

পুলিসি নিরাপত্তা রাজ্যের বিভিন্ন অঞ্চলে। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ডোমজুড় ও চুচূড়ায় রেল অবরোধের খবর পাওয়া গিয়েছে। 

খড়গপুর,ঘাটালে সকাল থেকে রাস্তা আটকে ধর্মঘট পালন করছে বাম সমর্থকরা। 

তবে শিয়ালদহ শাখা থেকে সময়মতো চলছে দূরপাল্লার ট্রেন, শহরতলির ট্রেন পরিষেবাও স্বাভাবিক।  তবে ডানকুনি শাখায় ৬.৫৩র শিয়ালদহগামী ট্রেনকে আটকে দেওয়া হয়। আধ ঘণ্টার ব্যবধানে এরপর স্বাভাবিক হয়ে যায়।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে ১০-এ রাজ্য সড়ক অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা।

বীরভূমের রামপুরহাট বাসস্ট্যান্ড চত্বরে বাম ও কংগ্রেসের বিক্ষোভ মিছিল দেখা যায়। 

সবচেয়ে মজার ছবি ধরা পড়েছে উত্তরপাড়ার জিটি রোডের ধাড়সা মোড়ে, সেখানে বনধ সমর্থকদের রাস্তায় ফুটবল খেলতে দেখা গেল। সকাল সাড়ে ৬টা থেকে পথ অবরোধ শুরু হয়। 

কোচবিহার শহরের কেশব রোডে সকালে টায়ার জ্বালিয়ে চলে যান বাম সমর্থকরা।

প্রসঙ্গত, বামেদের বনধের মাঝেই আজ খুলছে রাজ্যের স্কুল। 

আজ অফিসে আসতেই হবে সরকারি কর্মীদের, নির্দিষ্ট কারণ ছাড়া নেওয়া যাবে না ছুটি, অফিসে না এলে চাকরি জীবনের একদিনের ছেদ, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নবান্ন।  

অন্যদিকে ডোমজুড়ে  হাওড়া-আমতা রোডে রাস্তা আটকে  ফুটবল খেলতে দেখা গেল বাম কর্মী, সমর্থকদের।

ক্যানিং হাসপাতাল মোড়ে রাস্তায় ক্যারম বোর্ড পেতে খেলতে শুরু করেন ধর্মঘট সমর্থকদের। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link