Blast in Turkey: বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! এখনই মৃত ১২! হতাহত কি আরও বাড়বে?
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবারের ওই শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়।
কাভাকলি গ্রামের এক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই কারখানার সামনে বেশ কিছু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ওই কারখানার ১২ জন শ্রমিকের মৃত্যু ঘটেছে।
আহত হয়েছেন চারজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনায় আহতদের অবস্থা তত গুরুতর নয়।
সংশ্লিষ্ট রাজ্যের গভর্নর নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকাল ৮টা ২৫ মিনিটে বিস্ফোরক কারখানার একটি সেকশনে আগুন লাগে। বিস্ফোরণে কারখানার একটি অংশ নষ্ট হয়ে গিয়েছে।