১৩ নভেম্বর, আজকের দিনটা কোনওদিন ভুলবেন না রোহিত শর্মা, কেন জানেন?
১৩ নভেম্বর তাঁর দ্বিতীয় জন্মদিন। ভারতীয় ক্রিকেট সার্কিটে অনেকেই বলেন এমন কথা। সত্যিই তাই। আজকের দিনেই একদিনের ক্রিকেটে যেন পূনর্জন্ম হয়েছিল হিটম্যান-এর।
২০১৪ সালে ১৩ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে বিশ্বরেকর্ড করেছিলেন রোহিত শর্মা। মনে আছে তো হিটম্যান-এর সেই ঐতিহাসিক ইনিংসের কথা?
১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন রোহিত। ৩৩টি বাউন্ডারি ও ৯টি ওভার বাউন্ডারি মেরেছিলেন সেদিন তিনি।
রোহিত শর্মার সৌজন্যে সেদিন ভারতীয় দল ১৫৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। গোটা শ্রীলঙ্কা দল সেদিন ২৫১ রানে গুটিয়ে গিয়েছিল। অর্থাত তারা একা রোহিতের করা রানও তুলতে পারেনি।
ওই ম্যাচে পাঁচ নম্বর ওভারে থিসারা পেরেরা রোহিতের ক্যাচ ফেলেছিলেন। তার পর আর দ্বিতীয় সুযোগ দেননি হিটম্যান। শ্রীলঙ্কার বোলারদের সেদিন খড়-কুটোর মতো উড়িয়ে দিয়েছিলেন তিনি।