বিশ্বের দ্বিতীয় ধনী মন্দিরে এবার করোনার হানা, আক্রান্ত ১৫ জন পুরোহিত
এবার বিশ্বের দ্বিতীয় ধনী মন্দিরে করেনার হানা। তিরুপতি মন্দিরের ৫০ জন পুরোহিতের মধ্যে ১৫ জন করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। আরও ২৫ জনের করোনা টেস্টের ফল এখনও পাওয়া যায়নি। সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।
তিরুপতি তিরুমালা দেভাস্ততম খোলা রাখা হবে কি না তা নিয়ে আলোচনায় বসেছে মন্দির কর্তৃপক্ষ। এর আগে ৮০ দিন বন্ধ ছিল মন্দির। আরও একবার মন্দির বন্ধ রাখার আবেদন করেছেন কমিটির সদস্যরা।
১১ জুলাই মন্দির খেলার পর ৩০০০ পূণ্যার্থীর করোনা টেস্ট করা হয়েছিল। কেউই পজিটিভ নন। মন্দির ট্রাস্টের পক্ষ থেকে পূণ্যার্থীদের ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়েছিল।
বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বর পূজিত হন অন্ধ্রপ্রদেসের তিরুপতি মন্দিরে। কথিত আছে কলিযুগে মানুষকে দুখ-কষ্ট থেকে মুক্তি দিতে ভেঙ্কটেশ্বরের আবির্ভাব হয়েছিল।
করোনা সংক্রমণ ছড়ানোর পর থেকে তিরুপতি মন্দির বন্ধ রাখা হয়। এর পর নানা বিধিনিষেধের পালন করে পূণ্যার্থীরা আবার মন্দিরে আসছিলেন। কিন্তু আবার হয়তো মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেবে ট্রাস্ট।