Viral Video: প্রাণপ্রিয় `লাকি` গাড়ির কবর! আমন্ত্রিত ১৫০০...

Sat, 09 Nov 2024-3:15 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাছের মানুষ চলে যাওয়ার পর বিভিন্ন সম্প্রদায় তাদের নিয়মে তাদের বিদায় জানায়। কিন্তু তা বলে, প্রিয় গাড়িকে বিদায় জানানো হল এভাবে।

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, গুজরাতের আমরেলির একটি পরিবার তাদের 'লাকি' গাড়িকে সাড়ম্বরভাবে কবর দিচ্ছে। আর সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে প্রায় ১৫০০ জন।

Gujarat: In Amreli, farmer Sanjay Polra gave his 15-year-old car a symbolic "final resting place" in gratitude for the prosperity it brought his family. The family held a ceremony with the village, planting trees at the site to commemorate their fortune-changing vehicle pic.twitter.com/vtoEkVQLIP

— IANS (@ians_india) November 8, 2024

১২ বছর পুরনো ওয়াগনরকে বিদায় জানানোর জন্য সঞ্জয় পোলার নামে এক ব্যবসায়ী এই কাণ্ড ঘটালেন। তিনি মনে করেন, তাঁর ব্যবসায়িক উন্নতি-সাফল্য-নামডাক সবকিছুই এই গাড়ির জন্য।

গাড়িটি ফুল ও মালা দিয়ে সজ্জিত করে সঞ্জয়ের বাড়ি থেকে খামারে আনা হয় এবং ঢালু দিয়ে নিচে নামিয়ে গর্তে রাখা হয়। সবুজ কাপড় দিয়ে ঢাকা গাড়িটির উপর পরিবারের সদস্যরা পুজো করেন ও পুরোহিতদের মন্ত্রের সঙ্গে গোলাপের পাপড়ি ছড়িয়ে শেষ বিদায় জানানো হয়।

 

অবশেষে একটি খনন মেশিন ব্যবহার করে মাটি ঢেলে গাড়িটি সমাধি দেওয়া হয়। ব্যবসায়ী সঞ্জয় জানান, তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যাতে ভবিষ্যত প্রজন্ম তাদের পরিবারে সমৃদ্ধি আনা গাড়িটির কথা মনে রাখে। বৃহস্পতিবার গাড়িটিকে ফুল–মালা দিয়ে সাজিয়ে মাটি থেকে ১৫ ফুট নীচে চাপা দিয়ে দেওয়া হয়।  

শ্রাদ্ধানুষ্ঠানের জন্য সঞ্জয় অতিথিদের খাওয়াদাওয়ারও ব্যবস্থা করে। অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি পুরোহিতরাও ছিলেন। প্রসঙ্গত, ওই নির্মাণ ব্যবসায়ীর গুজরাটের লাঠি তালুকার পদরসিঙ্গা গ্রামে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link