Ram Mandir: রামমন্দির দেখতে ২০০০ কিমি পায়ে হেঁটেই অসম থেকে অযোধ্যার পথে ২ বন্ধু!
প্রদ্যুত্ দাস: অসম থেকে পায়ে হেঁটেই অযোধ্যার রামমন্দিরের উদ্দেশে রওনা দুই তরুণ বন্ধুর। ২ তরুণ গত ১১ দিন ধরে হেঁটে চলেছেন।
অসমের বরপেটা এলাকার বাসিন্দা ডিম্পল ডেকা ও তেজপুর জেলার বাসিন্দা দেরহাসার মুসাহারি। তাঁদের লক্ষ্য অযোধ্যার রামমন্দির।
প্রায় ২০০০ কিলোমিটার রাস্তা হেঁটে অযোধ্যার পথে চলেছেন দুজনে। গুয়াহাটির একটি রেস্তরাঁয় কাজ করেন দেরহাসার ও ডিম্পল।
তাঁরা বলেন, প্রায় ৫০০ বছর পর অযোধ্যায় রামমন্দির তৈরি হচ্ছে। তাই এই মন্দির দেখার খুব কৌতূহল রয়েছে আমাদের মধ্যে।
কিন্তু গাড়িতে যাওয়া বা হোটেলে থাকার মতো অর্থ নেই আমাদের। তাই হেঁটেই রওনা হয়েছি। প্রতিদিন গড়ে ৫০-৬০ কিলোমিটার হাঁটছেন।
পুলিস স্টেশন ও পেট্রোল পাম্প সহ বিভিন্ন জায়গায় রাতে আশ্রয় নিচ্ছেন। দুজনেই রাস্তায় নিরামিষ খাবার খাচ্ছেন।
চলতি মাসেই তাঁদের রামমন্দিরে পৌঁছানোর লক্ষ্য। অযোধ্যার রামমন্দির দেখতে দুই বন্ধুর এই যাত্রা দেখে হতবাক সবাই।