২০০ মিলিয়ন বছরের প্রাচীন বিরল মাকড়সার দেখা মিলল বাংলায়
নিজস্ব প্রতিবেদন: কেশপুর কলেজের প্রাণিবিদ্যার একজন অধ্যাপক মেদিনীপুরে টারানটুলা পরিবারের সদস্য মাকড়সা — ইদিপোস নীলগিরি নামক একটি বিরল প্রজাতির সন্ধান পেয়েছেন।
প্রায় ২০০ মিলিয়ন বছর পুরানো এই প্রজাতিটি গত বছর ওড়িশায় প্রথম আবিষ্কার হয়েছিল। রাজ্যের নীলগিরি অঞ্চলের নামানুসারে মাইগালোমর্ফ প্রজাতি (ট্যারেন্টুলা বৃহত গোষ্ঠীর অধীনে) দীর্ঘকাল জীবিত থাকতে পারে।
এই প্রজাতিটি কয়েক মাস আগে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সুমন প্রতিহার মাকড়সার অস্তিত্ব তুলে ধরেন।
সাম্প্রতিক অনুসন্ধানে তাঁর গবেষণাপত্রটি জার্নাল অফ ব্রিটিশ ট্যারেন্টুলা সোসাইটিতে প্রকাশিত হয়েছে। এই প্রজাতিটির মাকড়সা একটি জাল তৈরি করে না এবং মাটির ছোট গর্তে থাকে।
ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কিছু অংশে গাছপালা / জঙ্গলের মধ্যে থাকে তারা। এটি অন্যতম প্রাচীন মাকড়সা।