ভারতে লঞ্চ হল BMW-র সস্তা এক জোড়া মোটরবাইক
অবশেষে ভারতে এল বিএমডাব্লুর মোটরসাইকেল G310R ও G310GS. বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মোটরসাইকেল দু'টি প্রকাশ্যে আনে এই জার্মান সংস্থা। দিল্লিতে মোটরসাইকেল দু'টি মিলবে যথাক্রমে ২.৯৯ লক্ষ টাকা ও ৩.৪৯ লক্ষ টাকায়।
বিএমডাব্লুর এই মোটরসাইকেল দু'টির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন ভারতের মোটরসাইকেলপ্রেমীরা। ২০১৬ দিল্লি অটো এক্সপোয় প্রথমবার ভারতে মোটরসাইকেল দু'টি দেখায় বিএমডাব্লু। ভারতে টিভিএস-এর হোসুর কারখানায় তৈরি হবে মোটরসাইকেল দু'টি।
BMW G310R ও BMW G310GS এ রয়েছে রিভার্স সিলিন্ডার ইঞ্জিন। ৩১৩ সিসি ইঞ্জিন থেকে মেলে সর্বোচ্চ ৩৪ হর্স পাওয়ার ক্ষমতা ও ২৮ নিউটর মিটার টর্ক। সঙ্গে ৬ স্পিড ট্রান্সমিশন দিচ্ছে BMW. টিইবিউলার ফ্রেমের ওপর তৈরি এই মোটরসাইকেলে রয়েছে পাঁচ স্পোকওয়ালা অ্যালয় হুইল। রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। সামনের চাকায় রয়েছে ৩০০ মিমি ডিস্ক ব্রেক। পিছনের চাকায় ২৪০ মিমি।
ভারতের বাজারে কেটিএম ৩৯০ ডিউক এর সঙ্গে টক্কর হবে G310R-এর। BMW G310GS-এর সঙ্গে টক্করের হবে কাওয়াসাকি ভারসিস এক্স ৩০০ ও রয়্যাল এনফিল্ড হিমালয়ানের।