বাংলায় এই বাইশেই নাকি বাজিমাত করবে বিজেপি!

Tue, 12 Jun 2018-5:15 pm,

অঞ্জন রায়: চলতি মাসের ২৬, ২৭ পশ্চিমবঙ্গ সফরে আসছেন অমিত শাহ। লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং গত দু'দফায় এরাজ্যে ঘুরে যাওয়া নিয়ে যে হোমওয়ার্ক দিয়ে গিয়েছিলেন তার হিসেব নেবেন তিনি। সেই মতো এবার পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে কটায় বিজেপি জিতবে তার তালিকা চেয়েছেন অমিত।

কেন্দ্রীয় সভাপতিকে রাজ্য বিজেপির পক্ষ থেকে ২২টি আসনের নাম পাঠানো হয়েছে। রাজ্য সভাপতি দীলিপ ঘোষ সহ বঙ্গ বিজেপির ধারণা বঙ্গের ২২টি আসনে জেতাটা তাঁদের কাছে অত্যন্ত সহজ। কোন ২২ আসন জিতবে বলে মনে করছে বিজেপি?

1 কলকাতা উত্তর :  ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ২ লাখ ৪৭ হাজার ৪৬১। শতাংশের বিচারে ২৫.৮৮। এই আসনে জয়ী তৃণমূল। দ্বিতীয় স্থানে বিজেপি।

2 কলকাতা দক্ষিণ : ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ২ লাখ ৯৫ হাজার ৩৭৬। শতাংশের বিচারে ২৫.২৮। এই আসনে জয়ী তৃণমূল। দ্বিতীয় স্থানে বিজেপি। 

3 বালুরঘাট : ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ২ লাখ ২৩ হাজার ১৪। শতাংশের বিচারে ২০.৯৮। এই আসনে জয়ী তৃণমূল।

4 জলপাইগুড়ি : ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ২ লাখ ২১ হাজার ৫৯৩। শতাংশের বিচারে ১৭.০২। এই আসনে জয়ী তৃণমূল।

5 কোচবিহার : ২০১৬ সালে (উপ-নির্বাচন) বিজেপির প্রাপ্ত ভোট ৩ লাখ ৮১ হাজার ১৩৪। শতাংশের বিচারে ২৮.৩২। এই আসনে জয়ী তৃণমূল।  

6 আলিপুরদুয়ার : ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ৩ লাখ ৩৫ হাজার ৮৫৭। শতাংশের বিচারে ২৭.৩০। এই আসনে জয়ী তৃণমূল। বিজেপি তৃতীয় স্থানে।

7 মালদা উত্তর : ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ১ লাখ ৭৯ হাজার। শতাংশের বিচারে ১৫.৩৯। জয়ী কংগ্রেস, চতুর্থ স্থানে বিজেপি।

8 কৃষ্ণনগর : ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ৩ লাখ ২৯ হাজার ৮৭৩। শতাংশের বিচারে ২৬.৩৮। এই আসনে জয়ী তৃণমূল। বিজেপি তৃতীয় স্থানে।

9 বনগাঁ : ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ২ লাখ ৪৪ হাজার ৭৮৩। শতাংশের বিচারে ১৯.০৭। এই আসনে জয়ী তৃণমূল। বিজেপি তৃতীয় স্থানে।

10 আসানসোল: ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ৪ লাখ ১৯ হাজার ৯৮৩। শতাংশের বিচারে ৩৬.৭৫। জয়ী বিজেপি।

11 পুরুলিয়া: ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ৮৬ হাজার ২৩৬। শতাংশের বিচারে ৭.১৫। চতুর্থ স্থানে বিজেপি।

12 বাঁকুড়া: ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ২ লাখ ৫১ হাজার ১৮৩। শতাংশের বিচারে ২০.৩১। এই আসনে জয়ী তৃণমূল। বিজেপি তৃতীয় স্থানে।

13 ঝাড়গ্রাম: ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ১ লাখ ২২ হাজার ৪৫৯। এই আসনে জয়ী তৃণমূল। বিজেপি তৃতীয় স্থানে।  

14 পশ্চিম মেদিনীপুর: ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ১ লাখ ৮০ হাজার ৭১। শতাংশের বিচারে ১৪.২৬।

15 শ্রীরামপুর : ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ২ লাখ ৮৭ হাজার ৭১২। শতাংশের বিচারে ২২.২৯। এই আসনে জয়ী তৃণমূল। বিজেপি তৃতীয় স্থানে। তবে পদ্ম শিবিরের ভোট বেড়েছে ১৮.৭৪ শতাংশ।  

16 বারাসত : ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ২ লাখ ৯৬ হাজার ৬০৮। শতাংশের বিচারে ২৩.৩৭। তৃতীয় হলেও এখানে গেরুয়া শিবিরের ভোট বেড়েছে ১৭.৩৯ শতাংশ।

17 দমদম : ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ২ লাখ ৫৪ হাজার ৮১৯। এই আসনে জয়ী তৃণমূল। বিজেপি তৃতীয় স্থানে।  

18 হাওড়া : ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ২ লাখ ৪৮ হাজার ১২০। তৃতীয় হলেও এখানে গেরুয়া শিবিরের ভোট বেড়েছে ১৮.২৫ শতাংশ।

19 বোলপুর: ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ১ লাখ ৯৭ হাজার ৪৭৪। শতাংশের বিচারে ১৫.১৩।

20 ব্যারাকপুর: ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ২ লাখ ৩০ হাজার ৪০১। এখানে ৩ শতাংশ থেকে এক লাফে বিজেপি পেয়েছিল  ২১.৯২ শতাংশ ভোট।

21 দার্জিলিং: ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ৪ লাখ ৮৮ হাজার ২৫৭। জয়ী বিজেপি।

22 রায়গঞ্জ: ২০১৪ সালে বিজেপির প্রাপ্ত ভোট ২ লাখ ৩ হাজার ১৩১। শতাংশের বিচারে ১৮.৩২।

উল্লেখ্য, এই ২২ আসনে পদ্ম ফোটালেও তিন জোলায় যে শূন্য হাতেই ফিরতে হবে সেকথাও জানিয়েছে বঙ্গ বিজেপি। সেই তিন জেলা হল মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link