মাঠে মৃত্যু ২২ বছরের ক্রিকেটারের, অভিযোগের তির সিএবির দিকে
বাটা মাঠে অনুশীলনের সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন সোনু যাদব। ব্যাটিং করতে করতে পড়ে জ্ঞান হারান। তার পর তড়িঘড়ি তাঁকে সিএবির মেডিক্যাল ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
একবালপুরের সোনু যাদব খেলতেন বালিগঞ্জ স্পোর্টিং ক্লাবের হয়ে।
তিন ভাইয়ের মধ্যে সোনুই বড়। দ্বিতীয় ডিভিশনে খেলতেন তিনি। ছিলেন উইকেটকিপার।
সোনুর মৃত্যুতে উঠছে একাধিক প্রশ্ন। অনেকেই বলছেন, মেডিকেল চেক-আপ না করেই ক্রিকেটারদের খেলতে দেওয়ার জন্য এই ধরণের ঘটনা ঘটছে বারবার। কেউ আবার বলছেন, মাঠ থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া গেলে হয়তো বিপদ এড়ানো যেত।
এদিন মাঠে কোনওরকম প্রাথমিক চিকিতসারও ব্যবস্থা ছিল না। বাইকে করে সোনুকে সিএবিতে নিয়ে যাওয়া হয়। তার পর সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে। বেলা ১১.৪০ নাগাদ মৃত্যু হয় সোনুর।