মহারাষ্ট্রে ২ লক্ষ, তামিলনাড়ু ও দিল্লির ১ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত

Thu, 09 Jul 2020-11:32 am,

নিজস্ব প্রতিবেদন: দেশে একদিনে ফের সর্বোচ্চ আক্রান্তর হদিশ মিলল। গত ২৪ ঘন্টায় সারা ভারতে মোট আক্রান্তর সংখ্য়া ২৪ হাজার ৭৮৯।

দেশে এখন মোট করোনা আক্রান্ত ৭ লক্ষ ৬৭ হাজার ২৯৬। তবে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৭৬ হাজার ৩৭৭ জন। এখন সক্রিয় আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ৭৮৯। করোনার কবলে মোট প্রাণ হারিয়েছেন ২১ হাজার ১২৯ জন।

গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৬০০ এরও বেশি করোনা আক্রান্ত নিয়ে মহারাষ্ট্রে এখন মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ২৩ হাজার ৭০০ ছাড়িয়েছে। যা দেশে কোনও রাজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ। সে রাজ্যে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৪৪৮ জন।

 

মহারাষ্ট্রের পরেই তামিলনাড়ু। এখানে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৩৫০। মোট প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭০০। তবে স্বস্তির খবর যে সুস্থ হয়ে উঠেছেন ৭৪ হাজার ১৬৭ জন।

 

দেশে মহারাষ্ট্র, তামিলনাড়ুর পরেই বেহাল দশা দিল্লির। রাজধানীতে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৪ হাজার ৮৬৪। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২১৩। রাজ্য ভিত্তিক এমনই তথ্য মিলেছে কয়েকটি সংবাদমাধ্যম মারফত। সারা বিশ্বে আমেরিকা ও ব্রাজিলের পরে করোনা আক্রান্তয় ভারত তৃতীয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link