নেতাজির নামে আন্দামানের দ্বীপের নামকরণ করতে চলেছে মোদী সরকার

Tue, 25 Dec 2018-1:36 pm,

বড়দিনে বাঙালির জন্য খুশির খবর। আন্দামানে নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে আস্ত একটা দ্বীপের নামকরণ করতে চলেছে মোদী সরকার। আগামী ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান পালন করতে যাবেন প্রধানমন্ত্রী। সেদিন থেকেই বদলে যাবে আন্দামানের ৩টি দ্বীপের নাম। তার মধ্যে ১টি দ্বীপের নামকরণ হবে নেতাজির নামে। 

কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে নাম বদল হবে রস আইসল্যান্ড, নেইল আইল্যান্ড, হ্যাভলক আইল্যান্ডের নাম বদল হবে। দ্বীপ তিনটির যথাক্রমে নাম হবে নেতাজি সুভাষ চন্দ্র বসু দ্বীপ, শহিদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। 

আগামী ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে ১৫০ মিটার উঁচু জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী মোদী। সঙ্গে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

১৯৪৩ সালে জাপানিরা আন্দামান দখল করলে সেখানে আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা করেন নেতাজি। আন্দামান - নিকোবর দ্বীপপুঞ্জের নাম শহিদ ও স্বরাজ দ্বীপপুঞ্জ করার দাবি জানান নেতাজি। অবশেষে মোদী সরকারের হাত ধরে পূরণ হল তাঁর ইচ্ছা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link