তিমিরে তিমির অস্তিত্ব! সৈকতে ভেসে এল মৃত শাবক তিমি

Tue, 07 Aug 2018-4:27 pm,

রবিবার জাপানের ইউগাহামা সৈকতে ভেসে এল প্রকান্ত নীল তিমি। দক্ষিণ টোকিও-র ৪০ মাইল দূরে কামাকুরা শহরে এই সৈকতে মিলল তিমির মৃত দেহটি। (ছবি-টুইটার)

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, উদ্ধার হওয়া তিমিটি ছিল শাবক। মাত্র ৩২ ফুট লম্বা। একটি প্রাপ্ত বয়স্ক তিমি ১০০ ফুটের বেশি লম্বা হয়। ২০০ টনের বেশি ওজন হয়। (ছবি-টুইটার)

প্রাণী বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক বছর বয়স হবে তিমিটি। তবে কীভাবে মারা গিয়েছে জানা যায়নি। (ছবি-টুইটার)

জাপানের ন্যাশনাল মিউজিয়াম অব নেচার অ্যান্ড সায়েন্স জানাচ্ছে, এ যাবত্কালে  সৈকতে এভাবে তিমি ভেসে আসার নজির নেই জাপানে। (ছবি-টুইটার)

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড জানাচ্ছে এ ভাবে শাবক মৃত্যুতে বিপন্ন হয়ে পড়ছে নীল তিমি প্রজাতি।  (ছবি-টুইটার)

উনবিংশ শতাব্দী থেকে যে ভাবে তিমি নিধন শুরু হয়েছিল, তিমির অস্তিত্ব সঙ্কটে দেখা যায়। ১৯৬৬ সালে তিমি হত্যাকে নিষিদ্ধ করার হয় বিশ্বজুড়ে। (ছবি-টুইটার)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link