চিনা আলোর পাল্টা দীপাবলির আগে বাজারে আসছে ৩৩ কোটি গোবরের প্রদীপ
নিজস্ব প্রতিবেদন: 'আত্ননির্ভর ভারত' গঠনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর 'ভোকাল ফর লোকাল' মন্ত্রকে হাতিয়ার করে দীপাবলির আগে চিনা আলোর বিকল্প তৈরির উদ্যোগ নিল রাষ্ট্রীয় কামধেনু অয়োগ। তৈরি হচ্ছে পরিবেশবান্ধব গোবরের প্রদীপ।
চিনা আলোর সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পরিবেশবান্ধব গোবরের প্রদীপ আনার পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রীয় কামধেনু আয়োগ। ৩৩ কোটি গোবরের প্রদীপ আনতে চলেছে তারা।
সংস্থার চেয়ারম্যান বল্লভভাই কাঠিরিয়া বলেন,''প্রধানমন্ত্রীর স্বদেশি আন্দোলন ও মেক ইন ইন্ডিয়া কর্মসূচিকে গতি দিতেই এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই উৎপাদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দীপাবলির আগে ৩৩ কোটি প্রদীপ তৈরির টার্গেট নিয়েছি।''
তিনি জানান, ১৯২ কোটি কিলো গোবর প্রতিদিন তৈরি হয় ভারতে। এই বিরাট পরিমাণ গোবর কাজে লাগানোর ব্যবস্থাই নেই। এই উদ্যোগের ফলে আর্থিকভাবে লাভবান হবে গোশালাগুলি।
প্রদীপ ছাড়াও গোবর দিয়ে গণেশ ও লক্ষ্মী প্রতিমা, ধুপ, মোমবাতি, পেপারওয়েট তৈরি করে রাষ্ট্রীয় কামধেনু অয়োগ।